Unique Wedding: গরুর গাড়ি চেপে শ্বশুরবাড়ি গেলেন নববধূ, কোথায় এমন বিরল ঘটনা? যেন ইতিহাস গড়ল দম্পতি!

Last Updated:
এক সময় বিয়েতে গরুর গাড়ি ছিল একমাত্র বাহন। গরুর গাড়িতে মাইকে বেঁধে গান বাজাতে বাজাতে বরযাত্রী যেত বধূর বাড়িতে। সেই ঐতিহ্যই যেন ফিরে এল আবার৷
1/5
ইতিহাস কথা বলে উঠল আচমকাই৷ স্মৃতির অতলে তলিয়ে যাওয়া প্রথা যেন পুনরুজ্জীবিত হল এক দম্পতির হাত ধরে৷
ইতিহাস কথা বলে উঠল আচমকাই৷ স্মৃতির অতলে তলিয়ে যাওয়া প্রথা যেন পুনরুজ্জীবিত হল এক দম্পতির হাত ধরে৷
advertisement
2/5
আজ বিলুপ্তির পথে গরুর-গাড়ি৷ গ্রাম বাংলা ছাড়া খুব একটা দেখাও যায় না৷ সেই গরুর-গাড়িই হয়ে উঠল বিবাহ অনুষ্ঠানের বাহক৷ বিয়ের সময় গরুর গাড়িকে বেছে নিলেন ওড়িশার গঞ্জাম জেলার এক দম্পতি। সরিতা বেহেরা এবং বর মহেন্দ্র নায়ক দুজনেই ভুবনেশ্বরের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন৷ বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর, তাঁরা পুরনো ঐতিহ্য অনুসরণ করতে চেয়েছিলেন৷
আজ বিলুপ্তির পথে গরুর-গাড়ি৷ গ্রাম বাংলা ছাড়া খুব একটা দেখাও যায় না৷ সেই গরুর-গাড়িই হয়ে উঠল বিবাহ অনুষ্ঠানের বাহক৷ বিয়ের সময় গরুর গাড়িকে বেছে নিলেন ওড়িশার গঞ্জাম জেলার এক দম্পতি। সরিতা বেহেরা এবং বর মহেন্দ্র নায়ক দুজনেই ভুবনেশ্বরের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন৷ বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর, তাঁরা পুরনো ঐতিহ্য অনুসরণ করতে চেয়েছিলেন৷
advertisement
3/5
তাই যানবাহন নয়৷ ঘোড়ায় চড়ে কনের বাড়িতে আসেন বর৷ আর বিয়ের পরে একটি সাজানো গরুর গাড়িতে করে তার শ্বশুরবাড়িতে যান নববধূ৷ নিকটবর্তী গ্রাম থেকেই ভাড়া করা হয়েছিল সেই গরুর গাড়ি৷ ফুল দিয়ে সাজানোও হয়েছিল গাড়িটিকে৷
তাই যানবাহন নয়৷ ঘোড়ায় চড়ে কনের বাড়িতে আসেন বর৷ আর বিয়ের পরে একটি সাজানো গরুর গাড়িতে করে তার শ্বশুরবাড়িতে যান নববধূ৷ নিকটবর্তী গ্রাম থেকেই ভাড়া করা হয়েছিল সেই গরুর গাড়ি৷ ফুল দিয়ে সাজানোও হয়েছিল গাড়িটিকে৷
advertisement
4/5
বর্তমানে নানা ধরনের মোটরচালিত যানের আধিক্যর কারণে গরুর গাড়ির ব্যবহার অনেক কমে এসেছে।
বর্তমানে নানা ধরনের মোটরচালিত যানের আধিক্যর কারণে গরুর গাড়ির ব্যবহার অনেক কমে এসেছে।
advertisement
5/5
এক সময় বিয়েতে গরুর গাড়ি ছিল একমাত্র বাহন। গরুর গাড়িতে মাইকে বেঁধে গান বাজাতে বাজাতে বরযাত্রী যেত বধূর বাড়িতে। সেই ঐতিহ্যই যেন ফিরে এল আবার৷
এক সময় বিয়েতে গরুর গাড়ি ছিল একমাত্র বাহন। গরুর গাড়িতে মাইকে বেঁধে গান বাজাতে বাজাতে বরযাত্রী যেত বধূর বাড়িতে। সেই ঐতিহ্যই যেন ফিরে এল আবার৷
advertisement
advertisement
advertisement