নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য ২১ তারিখ থেকে খুলবে স্কুল, গাইডলাইন জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মাথায় রাখা হয়েছে পড়ুয়াদের শিক্ষা ও স্বাস্থ্য- একগুচ্ছ নির্দেশিকা জারি করলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
স্বরাষ্ট্রমন্ত্রক স্কুল খোলার জন্য নয়া গাইডলাইন জারি করল৷ ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খুলবে ক্লাস ৯ থেকে ১২ অবধি ক্লাসের জন্য৷ মার্চের থেকে করোনা ভাইরাসের জন্য স্কুল-কলেজ সব বন্ধ৷ MHA এক নির্দেশিকা জারি করল যাতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস (SOPs) রয়েছে৷ যেখানে স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে৷ নিজেদের পাঠ্যক্রম থেকে যাতে পড়ুয়ারা পিছিয়ে না পড়ে আবার সুরক্ষাও যাতে বজায় থাকে সেই সবদিকেই রাখা হয়েছে নজর৷ Photo- File
advertisement
advertisement
advertisement
SOPs অনুযায়ি অ্যাসেমব্লি , স্পোর্টস ও ইভেন্টে যেহেতু এক জায়গায় অনেকের জমায়েত হওয়ার সম্ভবনা থাকে তাই এই মুহূ্র্তে সেগুলি কড়াভাবে নিষিদ্ধ তালিকায় রয়েছে৷ পড়ুয়াদের প্রত্যেককে মাস্ক ব্যবহার করতেই হবে৷ পাশাপাশি নিয়মিত ব্যবধানে সাবান দিয়ে হাত ধুতে হবে৷ একই নিয়ম কার্যকর হবে স্কুলের শিক্ষক ও স্টাফদের ক্ষেত্রেও৷Photo- File
advertisement
advertisement
স্কুলের মধ্যে সুইমিং পুল থাকলে কোনওভাবেই তা খোলা যাবে না৷ MoHFW নির্দেশিকা মেনে স্কুলের জিম খোলা যেতে পারে৷ যে স্কুল যে রাজ্যের অধীনে, সেই স্কুলকে সেখানের রাজ্য সরকারি হেল্প লাইন নম্বর, স্থানীয় স্বাস্থ্য আধিকারিক অফিসের নম্বর দিতে হবে ৷ যদি হঠাৎ কোনও বিপদ ঘটে তাহলে তৎপরতার সঙ্গে সেই নম্বর গুলি যাতে তাঁরা ব্যবহার করতে পারেন৷যে সব স্কুলে পড়ুয়াদের জন্য লকারের সুবিধা আছে সেখানে সামাজিক দূরত্ববিধি বজায় রেখে তা ব্যবহার করার অনুমতি দেওয়া যেতে পারে৷ পাশাপাশি সমস্ত জায়গাকে নিয়মিত জীবাণুমুক্ত করার কাজও করতে হবে৷ Photo- File
