1/ 4


বিপুল জনমতের সমর্থনে ফের কেন্দ্রে মোদি সরকার ৷ ক্ষমতায় ফেরার পর দ্বিতীয় টার্মের প্রথম বাজেট ৷ নাম বদলাল কেন্দ্রীয় বাজেটের। নয়া নাম দেশ কা বহিখাতা।
2/ 4


৫৯ বছর পর ইতিহাসের মুখোমুখি সংসদ ৷ এত বছরের ব্যবধানে ইন্দিরা গান্ধির পর বাজেট পেশ করলেন দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী ৷ অতীত বাজেট ব্রিফকেস ৷
3/ 4


এবারের বাজেটে একাধিক জিনিসের দাম বেড়েছে ৷ তার মধ্যে একধাক্কায় অনেকটাই দাম বেড়েছে সোনার ৷ আমদানিতে শুল্ক বাড়ায় পেট্রোলের পাশাপাশি দাম বেড়েছে সোনারও ৷