Train Cancellation: ভারী বৃষ্টিতে সরেছে স্লিপার, আজ বাতিল পুরী-হাওড়া রুটের ট্রেন, রইল তালিকা

Last Updated:
Train Cancellation: ভারী বৃষ্টির জেরে ওড়িশার বালাসোরের কাছে ট্রাকের স্লিপার সরে যায়। তার জেরে আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
1/8
*নিম্নচাপের তুমুল বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মানুষ। মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বানে বুধবার চরম ক্ষতির মুখে পড়েছে সিকিম। উত্তরের এই বিপর্যয়ে এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল হয়নি। তবে ভারী বৃষ্টির জেরে ওড়িশার বালাসোরের কাছে ট্রাকের স্লিপার সরে যায়। তার জেরে আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
*নিম্নচাপের তুমুল বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মানুষ। মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বানে বুধবার চরম ক্ষতির মুখে পড়েছে সিকিম। উত্তরের এই বিপর্যয়ে এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল হয়নি। তবে ভারী বৃষ্টির জেরে ওড়িশার বালাসোরের কাছে ট্রাকের স্লিপার সরে যায়। তার জেরে আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
2/8
*১২৮২২ পুরী-শালিমার এক্সপ্রেস আজ বাতিল। ফাইল ছবি।
*১২৮২২ পুরী-শালিমার এক্সপ্রেস আজ বাতিল। ফাইল ছবি।
advertisement
3/8
*১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস আজকের জন্য বাতিক করা হয়েছে। ফাইল ছবি।
*১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস আজকের জন্য বাতিক করা হয়েছে। ফাইল ছবি।
advertisement
4/8
*১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস আজ বাতিল ঘোষণা করা হয়েছে রেলের তরফে। ফাইল ছবি।
*১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস আজ বাতিল ঘোষণা করা হয়েছে রেলের তরফে। ফাইল ছবি।
advertisement
5/8
*১২৮৯২ পুরী-বাংরিপশী এক্সপ্রেস আজকের জন্য বাতিল। ফাইল ছবি।
*১২৮৯২ পুরী-বাংরিপশী এক্সপ্রেস আজকের জন্য বাতিল। ফাইল ছবি।
advertisement
6/8
*১৮০২২ খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস আজকের জন্য বাতিল। ফাইল ছবি।
*১৮০২২ খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস আজকের জন্য বাতিল। ফাইল ছবি।
advertisement
7/8
*০৮০৩২ ভদ্রক-বালাসোর স্পেশ্যাল আজকের জন্য বাতিক করেছে রেল। ফাইল ছবি।
*০৮০৩২ ভদ্রক-বালাসোর স্পেশ্যাল আজকের জন্য বাতিক করেছে রেল। ফাইল ছবি।
advertisement
8/8
০৮০৩১ বালাসোর-ভদ্রক স্পেশ্যাল ট্রেনও আজকের জন্য বাতিল করা হয়েছে। ফাইল ছবি।
০৮০৩১ বালাসোর-ভদ্রক স্পেশ্যাল ট্রেনও আজকের জন্য বাতিল করা হয়েছে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement