Train Accident: রেল লাইন পেরোনোর সময় আটকে গেল এসইউভি! লাইনে এল ট্রেন, সজোরে ধাক্কা! তারপর যা হল…

Last Updated:
Train Accident: বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা পেল রেল। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বিহারের বখতিয়ারপুর-রাজগির রেল বিভাগে।
1/5
বিহারে বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা পেল রেল। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বখতিয়ারপুর-রাজগির রেল বিভাগে। Image: Social Media
বিহারে বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা পেল রেল। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বখতিয়ারপুর-রাজগির রেল বিভাগে। Image: Social Media
advertisement
2/5
বেআইনি লেভেল ক্রসিং পেরোনোর সময়ে বিহারশরিফ জংশন এবং পাওয়াপুরি স্টেশনের কাছে লাংড়ি বিঘা গ্রামে ঘটেছে। সেই সময় ওই লাইনে দানাপুর থেকে রাজগির যাচ্ছিল ট্রেনটি। প্রতীকী ছবি
বেআইনি লেভেল ক্রসিং পেরোনোর সময়ে বিহারশরিফ জংশন এবং পাওয়াপুরি স্টেশনের কাছে লাংড়ি বিঘা গ্রামে ঘটেছে। সেই সময় ওই লাইনে দানাপুর থেকে রাজগির যাচ্ছিল ট্রেনটি। প্রতীকী ছবি
advertisement
3/5
গাড়িটিকে কোনও ভাবেই লাইন থেকে সরানো যায়নি। তারপর উপায় না দেখে বোলেরো থেকে ঝাঁপ দেন যাত্রীরা। প্রতীকী ছবি
গাড়িটিকে কোনও ভাবেই লাইন থেকে সরানো যায়নি। তারপর উপায় না দেখে বোলেরো থেকে ঝাঁপ দেন যাত্রীরা। প্রতীকী ছবি
advertisement
4/5
ট্রেনের সজোরে ধাক্কায় দুমড়ে মুছড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে ওই রুটে রেল পরিষেবাও বন্ধ করতে হয়। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন রেল আধিকারিকরা এবং পুলিশ। প্রতীকী ছবি
ট্রেনের সজোরে ধাক্কায় দুমড়ে মুছড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে ওই রুটে রেল পরিষেবাও বন্ধ করতে হয়। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন রেল আধিকারিকরা এবং পুলিশ। প্রতীকী ছবি
advertisement
5/5
যদিও বোলেরোয় থাকা যাত্রীরা দুর্ঘটনার পরেই পালিয়ে যান। দুর্ঘটনার জেরে বোলেরোটি আটকে যায় ট্রেনের ইঞ্জিনে। কী ভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত চলছে।
যদিও বোলেরোয় থাকা যাত্রীরা দুর্ঘটনার পরেই পালিয়ে যান। দুর্ঘটনার জেরে বোলেরোটি আটকে যায় ট্রেনের ইঞ্জিনে। কী ভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত চলছে।
advertisement
advertisement
advertisement