লকডাউনের জেরে প্রকৃতি নিজেকে কিছুটা সারিয়ে তুলতে পেরেছিল। কিন্তু এখন অবস্থা সেই আগের মতোই। চারপাশে একই দূষণের ছবি। দিল্লিতে যমুনার এমন করুণ দশা নিয়ে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন চিন্তিত। তারা সরকারর সঙ্গে এই নিয়ে কথাও বলেছে। কিন্তু লাভ হচ্ছে না। ফি বছর ছবিটা সেই একই।