River Pollution: নদীমাতৃক দেশে নদীর করুণ দশা! বিষের জ্বালায় ফের ফেনা তুলল যমুনা

Last Updated:
দূর থেকে দেখলে মনে হবে সাদা বরফ জমা হয়েছে নদীর উপর।
1/5
নদীমাতৃক ও কৃষিপ্রধান দেশ আমাদের। সেই দেশে নদীর এমন করুণ দশা! আরও একবার বিষের জ্বালায় ফেনা তুলল যমুনা। দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় যমুনার উপর ভাসছে দুর্গন্দযুক্ত দৃষিত ফেনা।
নদীমাতৃক ও কৃষিপ্রধান দেশ আমাদের। সেই দেশে নদীর এমন করুণ দশা! আরও একবার বিষের জ্বালায় ফেনা তুলল যমুনা। দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় যমুনার উপর ভাসছে দুর্গন্দযুক্ত দৃষিত ফেনা।
advertisement
2/5
এমনিতে বিশ্বের সবচেয়ে বেশি দূষিত নদীগুলির মধ্যে অন্যতম যমুনা। দিল্লির ১৯টি নালার দূষণ এসে জমা হয় যমুনায়। ২০১৯ সালেও ছটপুজোর সময়ও ফেনার মতো দেখতে দূষিত সাদা ধোয়ায় ঢেকেছিল যমুনা।
এমনিতে বিশ্বের সবচেয়ে বেশি দূষিত নদীগুলির মধ্যে অন্যতম যমুনা। দিল্লির ১৯টি নালার দূষণ এসে জমা হয় যমুনায়। ২০১৯ সালেও ছটপুজোর সময়ও ফেনার মতো দেখতে দূষিত সাদা ধোয়ায় ঢেকেছিল যমুনা।
advertisement
3/5
দূর থেকে দেখলে মনে হবে সাদা বরফ জমা হয়েছে নদীর উপর। কিন্তু কাছে এলে ভুল ভাঙতে বেশি সময় লাগবে না। দীপাবলির পর দিল্লিতে বায়ুদূষণ চরম আকার নেয়। সেই সময় যমুনায় এমন সাদা দূষিত ফোম জমা হয়। কিন্তু এবার এখনই এমন অবস্থা!
দূর থেকে দেখলে মনে হবে সাদা বরফ জমা হয়েছে নদীর উপর। কিন্তু কাছে এলে ভুল ভাঙতে বেশি সময় লাগবে না। দীপাবলির পর দিল্লিতে বায়ুদূষণ চরম আকার নেয়। সেই সময় যমুনায় এমন সাদা দূষিত ফোম জমা হয়। কিন্তু এবার এখনই এমন অবস্থা!
advertisement
4/5
লকডাউনের জেরে প্রকৃতি নিজেকে কিছুটা সারিয়ে তুলতে পেরেছিল। কিন্তু এখন অবস্থা সেই আগের মতোই। চারপাশে একই দূষণের ছবি। দিল্লিতে যমুনার এমন করুণ দশা নিয়ে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন চিন্তিত। তারা সরকারর সঙ্গে এই নিয়ে কথাও বলেছে। কিন্তু লাভ হচ্ছে না। ফি বছর ছবিটা সেই একই।
লকডাউনের জেরে প্রকৃতি নিজেকে কিছুটা সারিয়ে তুলতে পেরেছিল। কিন্তু এখন অবস্থা সেই আগের মতোই। চারপাশে একই দূষণের ছবি। দিল্লিতে যমুনার এমন করুণ দশা নিয়ে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন চিন্তিত। তারা সরকারর সঙ্গে এই নিয়ে কথাও বলেছে। কিন্তু লাভ হচ্ছে না। ফি বছর ছবিটা সেই একই।
advertisement
5/5
যমুনার এই বিষাক্ত ধোয়া দিল্লির জনজীবনের উপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা। তাছাড়া দূষণের জেরে যমুনার অবস্থাও যে শোচনীয় তা আর বলার অপেক্ষা রাখে না।
যমুনার এই বিষাক্ত ধোয়া দিল্লির জনজীবনের উপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা। তাছাড়া দূষণের জেরে যমুনার অবস্থাও যে শোচনীয় তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
advertisement
advertisement