মরশুমের প্রথম তুষারপাত! সাদা চাদরে ঢাকল মানালি-কুফরি

Last Updated:
1/5
মরশুমের প্রথম তুষারপাতে সাদা হয়ে গেল হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটনস্থল মানালি। পাশাপাশি মরশুমের প্রথম বরফের ছোঁয়া পেয়েছে শিমলার কাছে নারকান্ডা এবং কুফরিও। (Photo: PTI)
মরশুমের প্রথম তুষারপাতে সাদা হয়ে গেল হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটনস্থল মানালি। পাশাপাশি মরশুমের প্রথম বরফের ছোঁয়া পেয়েছে শিমলার কাছে নারকান্ডা এবং কুফরিও। (Photo: PTI)
advertisement
2/5
যেদিকে যতদূরে চোখ যায়, শুধুই সাদা বরফের পুরু আস্তরণ। ঘর-বাড়ি, গাছপালা, রাস্তা-ঘাট থেকে শুরু করে যানবাহন, পাহাড়ের বুকে সবকিছুর রঙ এখন সাদা। তুষারাবৃত। যেদিকে, দু-চোখ যায় শুধুই বরফ। (Photo: PTI)
যেদিকে যতদূরে চোখ যায়, শুধুই সাদা বরফের পুরু আস্তরণ। ঘর-বাড়ি, গাছপালা, রাস্তা-ঘাট থেকে শুরু করে যানবাহন, পাহাড়ের বুকে সবকিছুর রঙ এখন সাদা। তুষারাবৃত। যেদিকে, দু-চোখ যায় শুধুই বরফ। (Photo: PTI)
advertisement
3/5
বুধবার বিকেল থেকেই তুষারপাত শুরু হয় মানালি-সহ হিমাচলের বিভিন্ন অঞ্চলে। বৃহস্পতিবার ভোর পর্যন্ত সেই তুষারপাত চলে। (Photo: PTI)
বুধবার বিকেল থেকেই তুষারপাত শুরু হয় মানালি-সহ হিমাচলের বিভিন্ন অঞ্চলে। বৃহস্পতিবার ভোর পর্যন্ত সেই তুষারপাত চলে। (Photo: PTI)
advertisement
4/5
এ দিন বেলার দিকে রোদ উঠলে দেখা যায়, পুরো মানালি শহর বরফের তলায় রয়েছে।  বহু বছর পরে মানালিতে এত তাড়াতাড়ি তুষারপাত হল (Photo: PTI)
এ দিন বেলার দিকে রোদ উঠলে দেখা যায়, পুরো মানালি শহর বরফের তলায় রয়েছে। বহু বছর পরে মানালিতে এত তাড়াতাড়ি তুষারপাত হল (Photo: PTI)
advertisement
5/5
এই বরফস্নাত প্রকৃতিই এখানে পর্যটকদের আকর্ষণ। অন্যদিকে এই তুষারপাতের ফলে আপেল চাষিরাও খুশি। আপেল কৃষকদের কাছে এই তুষারপাত মানে সাদা সোনা। (Photo: PTI)
এই বরফস্নাত প্রকৃতিই এখানে পর্যটকদের আকর্ষণ। অন্যদিকে এই তুষারপাতের ফলে আপেল চাষিরাও খুশি। আপেল কৃষকদের কাছে এই তুষারপাত মানে সাদা সোনা। (Photo: PTI)
advertisement
advertisement
advertisement