কংগ্রেসে বড় চমক ! রাজনীতির ময়দানে এই রূপান্তরিত সুন্দরী

Last Updated:
1/9
ছত্তীসগড়ের বীনা সান্দ্রে ৷ ২০১৮ সালের অক্টোবরে মিস ট্রান্স ক্যুইনের খেতাব জিতেছিলেন তিনি ৷ অন্যদিকে, তামিলনাড়ুর নমিতা আম্মু মুম্বইয়ে দেশের বিউটি কনটেস্টের খেতাব জেতেন তিনি ৷ এবার রাজনীতিতেও নাম লেখালেন বীনা সান্দ্রে ৷
ছত্তীসগড়ের বীনা সান্দ্রে ৷ ২০১৮ সালের অক্টোবরে মিস ট্রান্স ক্যুইনের খেতাব জিতেছিলেন তিনি ৷ অন্যদিকে, তামিলনাড়ুর নমিতা আম্মু মুম্বইয়ে দেশের বিউটি কনটেস্টের খেতাব জেতেন তিনি ৷ এবার রাজনীতিতেও নাম লেখালেন বীনা সান্দ্রে ৷
advertisement
2/9
ছত্তীসগড়ের রায়পুরের বাসিন্দা বীনা ৷ ছোটবেলা থেকেই সবসময় বীনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হত ৷ এমনকী, স্কুলেও কোনও বন্ধু ছিল না তাঁর ৷ যার জন্য পঞ্চম শ্রেণীতে পড়ার সময় স্কুল ছেড়ে দেন বীনা ৷ কারণ আত্মীয় থেকে বন্ধু-বান্ধব ৷ সকলেই তুচ্ছ তাচ্ছিল্য করত বীনাকে ৷ পরে যদিও আবার শুরু করেন তিনি পড়াশুনা ৷
ছত্তীসগড়ের রায়পুরের বাসিন্দা বীনা ৷ ছোটবেলা থেকেই সবসময় বীনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হত ৷ এমনকী, স্কুলেও কোনও বন্ধু ছিল না তাঁর ৷ যার জন্য পঞ্চম শ্রেণীতে পড়ার সময় স্কুল ছেড়ে দেন বীনা ৷ কারণ আত্মীয় থেকে বন্ধু-বান্ধব ৷ সকলেই তুচ্ছ তাচ্ছিল্য করত বীনাকে ৷ পরে যদিও আবার শুরু করেন তিনি পড়াশুনা ৷
advertisement
3/9
ছোট থেকেই অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে মানুষ হয়েছেন বীনা ৷ তবে, শুধু বীনাই নয় ৷ রূপান্তরকামী কমিউনিটির সকলকেই সবসময় নীচু চোখে দেখা হয় বলে দাবি বীনার ৷ তাই নিজের কমিউনিটির জন্য কিছু করতে চেয়েছিলেন বীনা ৷ পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নের বিষয়টিও তাঁকে বারবার ভাবিয়ে তুলেছে ৷ এই সমস্ত সমস্যার সমাধান করতেই তাই রাজনীতিতে আসতে চান বীনা ৷
ছোট থেকেই অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে মানুষ হয়েছেন বীনা ৷ তবে, শুধু বীনাই নয় ৷ রূপান্তরকামী কমিউনিটির সকলকেই সবসময় নীচু চোখে দেখা হয় বলে দাবি বীনার ৷ তাই নিজের কমিউনিটির জন্য কিছু করতে চেয়েছিলেন বীনা ৷ পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নের বিষয়টিও তাঁকে বারবার ভাবিয়ে তুলেছে ৷ এই সমস্ত সমস্যার সমাধান করতেই তাই রাজনীতিতে আসতে চান বীনা ৷
advertisement
4/9
 মনের এই ইচ্ছের কথা ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেলকে জানান বীনা ৷ মুখ্যমন্ত্রী বাঘেল তাঁর এই ইচ্ছেকে স্বাগত জানান ৷ বীনাকে কংগ্রেস দলে স্বাগত জানান তিনি ৷
মনের এই ইচ্ছের কথা ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেলকে জানান বীনা ৷ মুখ্যমন্ত্রী বাঘেল তাঁর এই ইচ্ছেকে স্বাগত জানান ৷ বীনাকে কংগ্রেস দলে স্বাগত জানান তিনি ৷
advertisement
5/9
২৫ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্ককে শুরু হচ্ছে মিস ইন্টারন্যাশানাল ক্যুইন ২০১৯ প্রতিযোগিতা ৷ সেই প্রতিযোগিতায় যোগ দিতে আজই অর্থাৎ সোমবার ব্যাঙ্কক উড়ে যাচ্ছেন তিনি ৷ ভারতের হয়ে সেই প্রতিযোগিতায় যোগ দেবেন তিনি ৷
২৫ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্ককে শুরু হচ্ছে মিস ইন্টারন্যাশানাল ক্যুইন ২০১৯ প্রতিযোগিতা ৷ সেই প্রতিযোগিতায় যোগ দিতে আজই অর্থাৎ সোমবার ব্যাঙ্কক উড়ে যাচ্ছেন তিনি ৷ ভারতের হয়ে সেই প্রতিযোগিতায় যোগ দেবেন তিনি ৷
advertisement
6/9
এই ইন্টারন্যাশানাল ক্যুইন ২০১৯ প্রতিযোগিতায় যোগ দেবেন কানাডা, চিন, ভারত, ইক্যুয়েডর, লাওস, ইন্দোনেশিয়াস জাপান, পেরু, ফিলিপিন্স, থাইল্যান্ড, ভেনেজুয়েলা-সহ বেশ কিছু দেশের প্রতিযোগীরা এই অনুষ্ঠানে যোগ দেবেন ৷
এই ইন্টারন্যাশানাল ক্যুইন ২০১৯ প্রতিযোগিতায় যোগ দেবেন কানাডা, চিন, ভারত, ইক্যুয়েডর, লাওস, ইন্দোনেশিয়াস জাপান, পেরু, ফিলিপিন্স, থাইল্যান্ড, ভেনেজুয়েলা-সহ বেশ কিছু দেশের প্রতিযোগীরা এই অনুষ্ঠানে যোগ দেবেন ৷
advertisement
7/9
২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা ৷ প্রায় ২৮ টি দেশ এই প্রতিযোগিতায় যোগ দেবে ৷ সেই অনুষ্ঠানে যাওয়ার আগেই ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেলের সঙ্গে দেখা করেন বীনা ৷
২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা ৷ প্রায় ২৮ টি দেশ এই প্রতিযোগিতায় যোগ দেবে ৷ সেই অনুষ্ঠানে যাওয়ার আগেই ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেলের সঙ্গে দেখা করেন বীনা ৷
advertisement
8/9
 ভূপেষ জানিয়েছেন, বীনা খুবই ডাউন টু আর্থ ৷ আশা করব, ইন্টারন্যাশানাল ক্যুইন ২০১৯ প্রতিযোগিতায় জিতে এসে রাজ্যের মুখ উজ্জ্বল করবেন বীনা ৷
ভূপেষ জানিয়েছেন, বীনা খুবই ডাউন টু আর্থ ৷ আশা করব, ইন্টারন্যাশানাল ক্যুইন ২০১৯ প্রতিযোগিতায় জিতে এসে রাজ্যের মুখ উজ্জ্বল করবেন বীনা ৷
advertisement
9/9
 প্রতিযোগিতার জন্য একটি ইন্ট্রোডাকশন ভিডিও তৈরি করতে হবে সমস্ত প্রতিযোগীকে ৷ এরপর সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটারে শেয়ার করতে হবে ৷ যার ভিডিও-তে সবথেকে বেশি লাইক-কমেন্ট এবং শেয়ার হবে ৷ তাদের মধ্যে ১২ জনকে পরবর্তী রাউন্ডের জন্য বাছাই করা হবে ৷ সেখানে আরও ২টি রাউন্ড হবে ৷ এরপর প্রশ্নোত্তর এবং ট্যালেন্টের উপর নির্ভর করেই টপ তিনজনকে সিলেক্ট করা হবে ৷
প্রতিযোগিতার জন্য একটি ইন্ট্রোডাকশন ভিডিও তৈরি করতে হবে সমস্ত প্রতিযোগীকে ৷ এরপর সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটারে শেয়ার করতে হবে ৷ যার ভিডিও-তে সবথেকে বেশি লাইক-কমেন্ট এবং শেয়ার হবে ৷ তাদের মধ্যে ১২ জনকে পরবর্তী রাউন্ডের জন্য বাছাই করা হবে ৷ সেখানে আরও ২টি রাউন্ড হবে ৷ এরপর প্রশ্নোত্তর এবং ট্যালেন্টের উপর নির্ভর করেই টপ তিনজনকে সিলেক্ট করা হবে ৷
advertisement
advertisement
advertisement