Adityal1 Launch: চাঁদের পর সূর্যের দিকে যাত্রা শুরু ভারতের! সৌরযানের নাম আদিত্য এল-১ কেন? জানুন

Last Updated:
Adityal1 Launch: শনিবার সকাল ১১.৫০-এ শ্রীহরিকোটা থেকে ইসরোর সূর্যযান আদিত্য-এল১ শনিবার পাড়ি দিল সূর্যের দিকে
1/7
চাঁদের পর এ বার ভারতের লক্ষ্য সূর্য। শনিবার সকাল ১১.৫০ শ্রীহরিকোটা থেকে ইসরোর সূর্যযান আদিত্য-এল১ শনিবার পাড়ি দিল সূর্যের দিকে।
চাঁদের পর এ বার ভারতের লক্ষ্য সূর্য। শনিবার সকাল ১১.৫০ শ্রীহরিকোটা থেকে ইসরোর সূর্যযান আদিত্য-এল১ শনিবার পাড়ি দিল সূর্যের দিকে।
advertisement
2/7
শ্রীহরিকোটা থেকে পিএসএলভি রকেটে চেপে সূর্যের উদ্দেশে পাড়ি দিল ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণকারী যান। কিন্তু সূর্যযানের নাম আদিত্য এল১ কেন?
শ্রীহরিকোটা থেকে পিএসএলভি রকেটে চেপে সূর্যের উদ্দেশে পাড়ি দিল ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণকারী যান। কিন্তু সূর্যযানের নাম আদিত্য এল১ কেন?
advertisement
3/7
সংস্কৃতে আদিত্য শব্দের অর্থ সূর্য। তাই সূর্যযানের মূল নাম রাখা হয়েছে সূর্যের নামেই। তার পাশে বসেছে এল ওয়ান বা L1 শব্দ।
সংস্কৃতে আদিত্য শব্দের অর্থ সূর্য। তাই সূর্যযানের মূল নাম রাখা হয়েছে সূর্যের নামেই। তার পাশে বসেছে এল ওয়ান বা L1 শব্দ।
advertisement
4/7
চন্দ্রযানের মতোই প্রথমে পৃথিবীর কক্ষপথে পৌঁছবে আদিত্য। তার পর তার লক্ষ্য হ্যালো অরবিট বা কক্ষপথ।
চন্দ্রযানের মতোই প্রথমে পৃথিবীর কক্ষপথে পৌঁছবে আদিত্য। তার পর তার লক্ষ্য হ্যালো অরবিট বা কক্ষপথ।
advertisement
5/7
সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগরেঞ্জ পয়েন্ট১-কে (Lagrange Point1) সংক্ষেপে বলা হয় এল১। পৃথিবী থেকে এই বিন্দুর দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার। এই স্থানই সূর্যযান আদিত্যর পাখির চোখ।
সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগরেঞ্জ পয়েন্ট১-কে (Lagrange Point1) সংক্ষেপে বলা হয় এল১। পৃথিবী থেকে এই বিন্দুর দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার। এই স্থানই সূর্যযান আদিত্যর পাখির চোখ।
advertisement
6/7
ল্যাগরেঞ্জ পয়েন্টে মহাকাশযান একটি নির্দিষ্ট ভাবে প্রদক্ষিণ করতে থাকে। সূর্য ও পৃথিবীর মাঝখানে দু’জনেরই মাধ্যাকর্ষণ টানের প্রভাবে এই স্থানে মহাকাশযান একভাবে ঘুরতে থাকে। তাই একে বলা হয় মহাকাশের পার্কিং স্পট। ফলে জ্বালানি ব্যয় হয় না।
ল্যাগরেঞ্জ পয়েন্টে মহাকাশযান একটি নির্দিষ্ট ভাবে প্রদক্ষিণ করতে থাকে। সূর্য ও পৃথিবীর মাঝখানে দু’জনেরই মাধ্যাকর্ষণ টানের প্রভাবে এই স্থানে মহাকাশযান একভাবে ঘুরতে থাকে। তাই একে বলা হয় মহাকাশের পার্কিং স্পট। ফলে জ্বালানি ব্যয় হয় না।
advertisement
7/7
ল্যাগরেঞ্জ পয়েন্ট১-ই হয়ে উঠবে ইসরো-র সূর্যযানের বিচরণক্ষেত্র। তাই তার মূল নামের পাশে যোগ হয়েছে L1 শব্দটা। যেটি আসলে Lagrange Point1-এর সংক্ষিপ্ত রূপ।
ল্যাগরেঞ্জ পয়েন্ট১-ই হয়ে উঠবে ইসরো-র সূর্যযানের বিচরণক্ষেত্র। তাই তার মূল নামের পাশে যোগ হয়েছে L1 শব্দটা। যেটি আসলে Lagrange Point1-এর সংক্ষিপ্ত রূপ।
advertisement
advertisement
advertisement