৭ হাজার কিমি! ৫ রাফাল যুদ্ধবিমান ফ্রান্স থেকে নিয়ে আসছেন বায়ুসেনার এই পাইলটরা

Last Updated:
৭ হাজার কিমির এই দীর্ঘ পথে ৫টি রাফাল নিয়ে একবারই বায়ুসেনার পাইলটরা নামবেন আরব আমিরশাহিতে৷ সেখানে ফরাসি বায়ুসেনা ঘাঁটিতে জ্বালানি ভরবেন৷
1/6
বহু প্রতিক্ষিত ৫টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে৷ আজ অর্থাত্‍ সোমবার সকালে ফ্রান্সের দাসল্ট অ্যাভিয়েশন ফেসিলিটি থেকে ছেড়েছে বিমানগুলি৷ প্রথম ধাপে ৫টি রাফাল আসছে ভারতে৷ ৩টি সিঙ্গল-সিটার ও দুটি ডাবল সিটার৷ ছবি সৌজন্য: ভারতীয় বায়ুসেনা
বহু প্রতিক্ষিত ৫টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে৷ আজ অর্থাত্‍ সোমবার সকালে ফ্রান্সের দাসল্ট অ্যাভিয়েশন ফেসিলিটি থেকে ছেড়েছে বিমানগুলি৷ প্রথম ধাপে ৫টি রাফাল আসছে ভারতে৷ ৩টি সিঙ্গল-সিটার ও দুটি ডাবল সিটার৷ ছবি সৌজন্য: ভারতীয় বায়ুসেনা
advertisement
2/6
দুটি পর্যায়ে ভারতে আসবে রাফাল৷ ভারতীয় বায়ুসেনার পাইলটরা নিয়ে আসছেন৷ বুধবার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছবে ৫টি রাফাল যুদ্ধবিমান৷ ৭ হাজার কিমি পথ অতিক্রম করে৷ ভারতের সঙ্গে ফ্রান্সের ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি৷ যার মূল্য ৫৯ হাজার কোটি টাকা৷ ছবি সৌজন্য: ভারতীয় বায়ুসেনা
দুটি পর্যায়ে ভারতে আসবে রাফাল৷ ভারতীয় বায়ুসেনার পাইলটরা নিয়ে আসছেন৷ বুধবার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছবে ৫টি রাফাল যুদ্ধবিমান৷ ৭ হাজার কিমি পথ অতিক্রম করে৷ ভারতের সঙ্গে ফ্রান্সের ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি৷ যার মূল্য ৫৯ হাজার কোটি টাকা৷ ছবি সৌজন্য: ভারতীয় বায়ুসেনা
advertisement
3/6
প্রথম ১০টি রাফাল রাফালের মধ্যে ৫টি আজ সকালেই ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে৷ ২০২১ সালের মধ্যে ৩৬টি রাফালই পেয়ে যাবে ভারতীয় বায়ুসেনা৷ ছবি সৌজন্য: ভারতীয় বায়ুসেনা
প্রথম ১০টি রাফাল রাফালের মধ্যে ৫টি আজ সকালেই ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে৷ ২০২১ সালের মধ্যে ৩৬টি রাফালই পেয়ে যাবে ভারতীয় বায়ুসেনা৷ ছবি সৌজন্য: ভারতীয় বায়ুসেনা
advertisement
4/6
৭ হাজার কিমির এই দীর্ঘ পথে ৫টি রাফাল নিয়ে একবারই বায়ুসেনার পাইলটরা নামবেন আরব আমিরশাহিতে৷ সেখানে ফরাসি বায়ুসেনা ঘাঁটিতে জ্বালানি ভরবে৷ বায়ুসেনার বিশেষ ভাবে প্রশিক্ষিত পাইলটরা নিয়ে আসছেন ৫টি রাফাল৷ ছবি সৌজন্য: ভারতীয় বায়ুসেনা
৭ হাজার কিমির এই দীর্ঘ পথে ৫টি রাফাল নিয়ে একবারই বায়ুসেনার পাইলটরা নামবেন আরব আমিরশাহিতে৷ সেখানে ফরাসি বায়ুসেনা ঘাঁটিতে জ্বালানি ভরবে৷ বায়ুসেনার বিশেষ ভাবে প্রশিক্ষিত পাইলটরা নিয়ে আসছেন ৫টি রাফাল৷ ছবি সৌজন্য: ভারতীয় বায়ুসেনা
advertisement
5/6
সূত্রের খবর, এই ৫ রাফাল বিমানই লাদাখ সীমান্তে মোতায়েন করা হবে৷ অত্যাধুনিক Meteor এয়ার-টু-এয়ার মিসাইল বহনে সক্ষম৷ ফ্রান্স থেকে ওড়ার সময় সেখানে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। ভারতীয় বায়ুসেনার পাইলটদের অভিনন্দন জানিয়ে নিরাপদে ভারতে পৌঁছনোর শুভেচ্ছাবার্তা জানান তিনি।
সূত্রের খবর, এই ৫ রাফাল বিমানই লাদাখ সীমান্তে মোতায়েন করা হবে৷ অত্যাধুনিক Meteor এয়ার-টু-এয়ার মিসাইল বহনে সক্ষম৷ ফ্রান্স থেকে ওড়ার সময় সেখানে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। ভারতীয় বায়ুসেনার পাইলটদের অভিনন্দন জানিয়ে নিরাপদে ভারতে পৌঁছনোর শুভেচ্ছাবার্তা জানান তিনি।
advertisement
6/6
ভারতীয় বায়ুসেনার তরফে ট্যুইট করে বলা হয়েছে, 'অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান ওড়ানোর জন্য পাইলট এবং গ্রাউন্ড ক্রু-রা প্রশিক্ষণ নিয়েছেন। পৌঁছনোর পর দ্রুততার সঙ্গে সেগুলি অপারেশনের উপযোগী করে তোলাই হবে মূল লক্ষ্য।'
ভারতীয় বায়ুসেনার তরফে ট্যুইট করে বলা হয়েছে, 'অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান ওড়ানোর জন্য পাইলট এবং গ্রাউন্ড ক্রু-রা প্রশিক্ষণ নিয়েছেন। পৌঁছনোর পর দ্রুততার সঙ্গে সেগুলি অপারেশনের উপযোগী করে তোলাই হবে মূল লক্ষ্য।'
advertisement
advertisement
advertisement