সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আনতে আর মাত্র ২ দিন মাত্র বাকি ৷ তবে ইতিমধ্যেই দেশজুড়ে বিভিন্ন একজিট পোল ইঙ্গিত দিচ্ছে পের দিল্লির সিংহাসনে বসতে চলেছে নরেন্দ্র মোদির নেতৃত্বধীন এনডিএ সরকার ৷ এই খুশিতেই রীতিমত ডগমগ এনডিএ শিবির ৷ এই আনন্দেই মুম্বইয়ে বিজেপির কার্যালয়ে মিষ্টি প্রস্তুতের তোরজোড় চলছে ৷
মুম্বইয়ে ওয়ারলি একটি দোকানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পরে লাড্ডু প্রস্তুত করতে শুরু করছেন মিষ্টির কারিগরেরা ৷ উত্তর মু্ম্বই লোকসভা কেন্দ্রে এক বিজেপি সমর্থক গোপাল শেট্টির ভোটের পরিণাম সামনে আসার আগে মিষ্টি প্রস্তুত করছেন ৷ গোপাল শেট্টি উত্তর মুম্বই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ৷