বিছানা ভিজিয়ে ফেলার ‘অপরাধে’ ৯ বছরের শিশুর গোপনাঙ্গে ছ্যাঁকা দিল বাবা-মা!

Last Updated:
শিশুটির ‘অপরাধ’ সে বিছানায় প্রস্রাব করে ফেলত । এতেই বিরক্ত হয়ে নাবালকের গোপনাঙ্গে গরম রডের ছ্যাঁকাও দিত তার বাবা-মা ।
1/6
• বাবা-মা শব্দ দু’টো সন্তানের কাছে চরম নিরাপত্তা, আশ্রয় আর ভালবাসার সমার্থক । পৃথিবী একদিকে চলে গেলেও বাবা-মা তাঁদের সন্তানের জন্য গোটা বিশ্বকে অস্বীকার করতে পারে । আবার সেই পিতা-মাতাই যখন সন্তানের কাছে বিভীষিকা হয়ে ওঠে তখন তার চেয়ে আশঙ্কার আর কীই বা হতে পারে । প্রতীকী চিত্র ।
• বাবা-মা শব্দ দু’টো সন্তানের কাছে চরম নিরাপত্তা, আশ্রয় আর ভালবাসার সমার্থক । পৃথিবী একদিকে চলে গেলেও বাবা-মা তাঁদের সন্তানের জন্য গোটা বিশ্বকে অস্বীকার করতে পারে । আবার সেই পিতা-মাতাই যখন সন্তানের কাছে বিভীষিকা হয়ে ওঠে তখন তার চেয়ে আশঙ্কার আর কীই বা হতে পারে । প্রতীকী চিত্র ।
advertisement
2/6
• তবে এমন উদাহরণ বিরল হলেও একেবারে বিলুপ্ত নয় । এ সমাজে এমন মানুষও মেলে, যারা নিজেদের সন্তানকে এমন ‘শাস্তি’ দিতেও পিছপা হন না । প্রতীকী চিত্র ।
• তবে এমন উদাহরণ বিরল হলেও একেবারে বিলুপ্ত নয় । এ সমাজে এমন মানুষও মেলে, যারা নিজেদের সন্তানকে এমন ‘শাস্তি’ দিতেও পিছপা হন না । প্রতীকী চিত্র ।
advertisement
3/6
• এমনই ঘটনা ঘটল মহারাষ্ট্রের থানেতে । ওয়াগেল এস্টেট এলাকাতে থেকে অভিযুক্ত ওই দম্পতিতে গত রবিবার গ্রেফতার করেছে থানে পুলিশ । প্রতীকী চিত্র ।
• এমনই ঘটনা ঘটল মহারাষ্ট্রের থানেতে । ওয়াগেল এস্টেট এলাকাতে থেকে অভিযুক্ত ওই দম্পতিতে গত রবিবার গ্রেফতার করেছে থানে পুলিশ । প্রতীকী চিত্র ।
advertisement
4/6
• পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা এবং তাঁর দ্বিতীয় স্ত্রী মিলে প্রথম পক্ষের শিশু পুত্রের উপর এই অকথ্য নির্যাতন চালিয়েছে । প্রতীকী চিত্র ।
• পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা এবং তাঁর দ্বিতীয় স্ত্রী মিলে প্রথম পক্ষের শিশু পুত্রের উপর এই অকথ্য নির্যাতন চালিয়েছে । প্রতীকী চিত্র ।
advertisement
5/6
• শিশুটির ‘অপরাধ’ সে বিছানায় প্রস্রাব করে ফেলত । বারবার নিষেধ করার পরেও এ কাজ করায় শিশুটির উপর অকথ্য নির্যাতন চালায় তার বাবা ও সৎ মা । নাবালকের গোপনাঙ্গে গরম রডের ছ্যাঁকাও দেওয়া হয়। প্রতীকী চিত্র ।
• শিশুটির ‘অপরাধ’ সে বিছানায় প্রস্রাব করে ফেলত । বারবার নিষেধ করার পরেও এ কাজ করায় শিশুটির উপর অকথ্য নির্যাতন চালায় তার বাবা ও সৎ মা । নাবালকের গোপনাঙ্গে গরম রডের ছ্যাঁকাও দেওয়া হয়। প্রতীকী চিত্র ।
advertisement
6/6
• গোটা ঘটনাটি জানতে পারে শিশুটির প্রকৃত মা । তিনিই পুলিশে অভিযোগ দায়ের করেন । এরপরেই গ্রেফতার হয় দুই অভিযুক্ত । প্রতীকী চিত্র ।
• গোটা ঘটনাটি জানতে পারে শিশুটির প্রকৃত মা । তিনিই পুলিশে অভিযোগ দায়ের করেন । এরপরেই গ্রেফতার হয় দুই অভিযুক্ত । প্রতীকী চিত্র ।
advertisement
advertisement
advertisement