করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনের পর যেই না আনলকডাউন শুরু হয়েছে, এতদিন ঘরবন্দি থাকা মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায়! বলিউডও তার ব্যতিক্রমি নয়! অনেক তারকাই ছুটি কাটাতে যাচ্ছেন তাঁদের প্রিয় জায়গাগুলিতে! যেমন তাপসী পান্নু পাড়ি দিলেন মলদ্বীপে। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একগুচ্ছ 'হট' ছবি যা এই মুহূর্তে ভাইরাল!