হোম » ছবি » দেশ » দু’বাড়ির আপত্তি, তবু কলেজের মুগ্ধ প্রেমিককেই বিয়ে করেছিলেন সুষমা
দু’বাড়ির আপত্তি, তবু কলেজের মুগ্ধ প্রেমিককেই বিয়ে করেছিলেন সুষমা, কাটিয়েছেন ৪৪ বছরের বিবাহিত জীবন
Bangla Editor
1/ 9
• আত্মপ্রত্যয় আর তেজস্বীতা...এটাই তাঁকে অনন্য করেছিল ৷ সকলের থেকে আলাদা হয়ে উঠেছিলেন তিনি ৷ মাত্র ৬৭ বছর বয়সে হঠাৎ এক শ্রাবণ সন্ধ্যায় সেই নক্ষত্রের পতনে শোকে মুহ্যমান গোটা দেশ ৷
2/ 9
• বহু বছর ধরে সফলভাবে আইনজীবীর পেশায় ছিলেন, তারপর গৌরবময় এক রাজনৈতিক কেরিয়ার ৷ যখন যাই করেছেন প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে করেছেন ৷ একই আত্মবিশ্বাস ছিল ব্যক্তিগত সম্পর্কের মধ্যেও ৷
3/ 9
• তাঁর নিজের নাম শুধুই সুষমা ৷ স্বরাজ তাঁর স্বামীর নাম ৷ স্বামী স্বরাজ কৌশলের নামের প্রথমভাগটুকু বিয়ের পর থেকে নিজের নামের সঙ্গেই যুক্ত করে নিয়েছিলেন সুষমা ৷
4/ 9
• সবে পেরিয়ে এসেছিলেন তাঁদের ৪৪ বছরের বিবাহ বার্ষিকী ৷ ১৯৭৫-এর ১৩ জুলাই বিয়ে করেছিলেন তাঁরা ৷ কিন্তু এই বিয়েতে মত ছিল না দুই বাড়ির তরফেই ৷
5/ 9
• হরিয়ানার রক্ষশীল আরএসএস পরিবারে বেড়ে উঠেছিলেন সুষমা ৷ অন্যদিকে স্বরাজ কৌশল ছিলেন খাঁটি সোশিয়ালিস্ট ৷ দিল্লি কলেজে একইসঙ্গে আইন পড়তে শুরু করেছিলেন দু’জন ৷ প্রথম দেখাতেই প্রেম ৷ পরিবারের শত বাধা বিপত্তিতেও সেই প্রেমকে মান্যতা দেন দু’জনেই ৷
6/ 9
• সুপ্রিম কোর্টে একই সঙ্গে প্র্যাকটিস শুরু করেন দু’দনে ৷ জর্জ ফার্নান্ডেজের কেসটা তাঁরাই লড়েছিলেন ৷
7/ 9
• সুষমা ও কৌশলের এক মেয়ে ৷ বাঁশুরি স্বরাজও একজন সফল আইনজীবী ৷
8/ 9
• মাত্র ৩৪ বছরে শীর্ষ আদালতের আইনজীবী নিযুক্ত হন তিনি ৷ কনিষ্ঠতম আইনজীবী হিসাবে নিযুক্ত হয়েছিলেন তিনি ৷
9/ 9
• স্বরাজ কৌশল মিজোরামের রাজ্যপাল হয়েছিলেন মাত্র ৩৭ বছর বয়সে ৷ ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মিজোরামে ছিলেন তিনি ৷
দু’বাড়ির আপত্তি, তবু কলেজের মুগ্ধ প্রেমিককেই বিয়ে করেছিলেন সুষমা, কাটিয়েছেন ৪৪ বছরের বিবাহিত জীবন
• আত্মপ্রত্যয় আর তেজস্বীতা...এটাই তাঁকে অনন্য করেছিল ৷ সকলের থেকে আলাদা হয়ে উঠেছিলেন তিনি ৷ মাত্র ৬৭ বছর বয়সে হঠাৎ এক শ্রাবণ সন্ধ্যায় সেই নক্ষত্রের পতনে শোকে মুহ্যমান গোটা দেশ ৷
দু’বাড়ির আপত্তি, তবু কলেজের মুগ্ধ প্রেমিককেই বিয়ে করেছিলেন সুষমা, কাটিয়েছেন ৪৪ বছরের বিবাহিত জীবন
• বহু বছর ধরে সফলভাবে আইনজীবীর পেশায় ছিলেন, তারপর গৌরবময় এক রাজনৈতিক কেরিয়ার ৷ যখন যাই করেছেন প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে করেছেন ৷ একই আত্মবিশ্বাস ছিল ব্যক্তিগত সম্পর্কের মধ্যেও ৷
দু’বাড়ির আপত্তি, তবু কলেজের মুগ্ধ প্রেমিককেই বিয়ে করেছিলেন সুষমা, কাটিয়েছেন ৪৪ বছরের বিবাহিত জীবন
• তাঁর নিজের নাম শুধুই সুষমা ৷ স্বরাজ তাঁর স্বামীর নাম ৷ স্বামী স্বরাজ কৌশলের নামের প্রথমভাগটুকু বিয়ের পর থেকে নিজের নামের সঙ্গেই যুক্ত করে নিয়েছিলেন সুষমা ৷
দু’বাড়ির আপত্তি, তবু কলেজের মুগ্ধ প্রেমিককেই বিয়ে করেছিলেন সুষমা, কাটিয়েছেন ৪৪ বছরের বিবাহিত জীবন
• হরিয়ানার রক্ষশীল আরএসএস পরিবারে বেড়ে উঠেছিলেন সুষমা ৷ অন্যদিকে স্বরাজ কৌশল ছিলেন খাঁটি সোশিয়ালিস্ট ৷ দিল্লি কলেজে একইসঙ্গে আইন পড়তে শুরু করেছিলেন দু’জন ৷ প্রথম দেখাতেই প্রেম ৷ পরিবারের শত বাধা বিপত্তিতেও সেই প্রেমকে মান্যতা দেন দু’জনেই ৷