'প্রতিটি কুকুরের কামড়ের জন্য...': পথ কুকুর মামলায় বিস্ফোরক হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Supreme Court On Street Dogs: পথ কুকুর মামলায় এবার বড় হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের স্পষ্ট বার্তা কুকুরের কামড়ে কোনও শিশু, বৃদ্ধ মানুষ আঘাত পেলে বা মৃত্যু হলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে— মঙ্গলবার এই কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট।
advertisement
advertisement
advertisement
সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়েছে যে, প্রতিটি কুকুরের কামড়, মৃত্যু বা শিশু বা বয়স্কদের আঘাতের জন্য, তারা এবার সম্ভবত "পদক্ষেপ না করার" জন্য রাজ্যকে ক্ষতিপূরণ নির্ধারণ করবে। "কুকুররা কেন আবর্জনা ফেলবে, কামড়াবে বা মানুষকে ভয় দেখাবে?" বেওয়ারিশ কুকুর মামলার শুনানি চলাকালীন এদিন প্রশ্ন তোলেন বিচারপতি।
advertisement
advertisement
শুধু রাজ্য সরকারকেই নয়, রাস্তার কুকুরকে ভালবেসে খাওয়ানো মানুষদেরও আদালত ভর্ৎসনা করে এদিন। ডগ ফিডারদের দায়বদ্ধতা নিয়ে কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, কুকুরকে খাওয়ান যাঁরা, তাঁরাও দায় এড়াতে পারেন না। বাড়িতে রাখুন, নিজেদের কাছে রাখুন। রাস্তায় ঘুরে বেড়িয়ে কামড়ানো, তাড়া করার অধিকার কারও নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অন্য একটি শুনানিতে, এটি নির্দেশ দিয়েছিল যে জীবাণুমুক্তকরণ এবং টিকাদানের পরে প্রাণীগুলিকে একই এলাকায় ছেড়ে দেওয়া হবে। তবে, বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে দিয়েছিল যে জলাতঙ্কে আক্রান্ত বা জলাতঙ্কে আক্রান্ত বলে সন্দেহ করা কুকুর এবং আক্রমণাত্মক আচরণ প্রদর্শনকারী কুকুরের ক্ষেত্রে স্থানান্তর প্রযোজ্য হবে না।






