Supreme Court: 'একজন ভাড়াটিয়া কখনও বাড়ির মালিক হতে পারে না', সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়! যতদিনই থাকুন না কেন, মালিকানা কখনই হস্তান্তর হবে না
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Supreme Court: সুপ্রিম কোর্ট জানিয়েছে, "একজন ভাড়াটিয়া শুধুমাত্র মালিকের অনুমতি নিয়ে সম্পত্তিতে থাকতে পারে। সেখানে দখলদারি চলে না।''
নয়াদিল্লি: সম্পত্তির অধিকারের একটি মামলায় ভারতের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। সেই রায়ে বলা হয়েছে, কোনও ভাড়াটিয়া, পাঁচ বছর বা পঞ্চাশ বছর যাই হোক না কেন, কখনও ভাড়াকৃত সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না। জ্যোতি শর্মা বনাম বিষ্ণু গোয়েল মামলায় ঘোষিত এই রায়টি ভাড়াটিয়া আইনের একটি মৌলিক নীতিকে তুলে ধরে। একজন ভাড়াটিয়া শুধুমাত্র মালিকের অনুমতি নিয়ে থাকতে পারে, তার বেশি কিছু নয়।
advertisement
advertisement
advertisement
এই রায়টি জ্যোতি শর্মা বনাম বিষ্ণু গোয়েল মামলায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত যে শক্তিশালী পর্যবেক্ষণ করেছে, তা হল--একজন ভাড়াটে কেবল মালিকের অনুমতি নিয়েই বসবাস করেন, তাই প্রতিকূল দখলের নিয়ম প্রযোজ্য নয়। সহজ ভাষায়, আপনি ভাড়া করা সম্পত্তিতে যতদিনই থাকুন না কেন, মালিকানা কখনই হস্তান্তর হবে না।
advertisement
