Super Cyclone Amphan| শেষ ৬ ঘণ্টায় গতি বাড়িয়ে দিঘার আরও কাছে আমফান, ৪৮ ঘণ্টা দাপট দেখাবে এই ঝড়

Last Updated:
জেনে ৪৮ ঘণ্টা ধরে কীভাবে নিজের গতি দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশকে ছিন্নভিন্ন করবে এই মারাত্মক ঝড়
1/5
ইতিমধ্যেই সুপার সাইক্লোনে পরিণত হয়েছে আমফান ৷ এর মধ্যে স্থলভাগের সঙ্গে দূরত্ব আরও কমেছে আমফােনর ৷ পারাদীপ থেকে৫৭০ কিলোমিটার ও দিঘা থেকে ৭২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্নিঝড় ৷ প্রতি ঘণ্টায় সমুদ্রের ওপর এই ঝড় এখন গতি বাড়িয়ে ১৪ কিলোমিটার বেগে এগোচ্ছে ৷ Photo- PTI
ইতিমধ্যেই সুপার সাইক্লোনে পরিণত হয়েছে আমফান ৷ এর মধ্যে স্থলভাগের সঙ্গে দূরত্ব আরও কমেছে আমফােনর ৷ পারাদীপ থেকে৫৭০ কিলোমিটার ও দিঘা থেকে ৭২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্নিঝড় ৷ প্রতি ঘণ্টায় সমুদ্রের ওপর এই ঝড় এখন গতি বাড়িয়ে ১৪ কিলোমিটার বেগে এগোচ্ছে ৷ Photo- PTI
advertisement
2/5
১৯ তারিখ থেকে ২১ তারিখ অবধি এই সুপার সাইক্লোন আমফানের ধ্বংসলীলা চালু থাকবে ৷ ১৯ তারিখ আড়াইটার সময় সর্বাধিক গতিতে থাকবে এই সাইক্লোন ৷ সেসময় এই ঝড়ের গতি থাকবে ২৪০ থেকে ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ আর এই সময় যে গতিতে ঝাঁপিয়ে পড়বে এই ঝড় তার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷
১৯ তারিখ থেকে ২১ তারিখ অবধি এই সুপার সাইক্লোন আমফানের ধ্বংসলীলা চালু থাকবে ৷ ১৯ তারিখ আড়াইটার সময় সর্বাধিক গতিতে থাকবে এই সাইক্লোন ৷ সেসময় এই ঝড়ের গতি থাকবে ২৪০ থেকে ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ আর এই সময় যে গতিতে ঝাঁপিয়ে পড়বে এই ঝড় তার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷
advertisement
3/5
১৯ তারিখ সাড়ে পাঁচটার সময় এই সুপার সাইক্লোন থাকবে ১৫ডিগ্রি৯ মিনিট অক্ষাংশ ও ৮৬ ডিগ্রি ৭ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে থাকবে এই ঝড় ৷ এই সময়েও এর গতি মারাত্মক ২৪০ থেকে ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি ৷ পাশাপাশি ঝাঁপিয়ে পড়ার সর্বাধিক গতি হতে পারে সর্বোচ্চ ২৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷
১৯ তারিখ সাড়ে পাঁচটার সময় এই সুপার সাইক্লোন থাকবে ১৫ডিগ্রি৯ মিনিট অক্ষাংশ ও ৮৬ ডিগ্রি ৭ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে থাকবে এই ঝড় ৷ এই সময়েও এর গতি মারাত্মক ২৪০ থেকে ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি ৷ পাশাপাশি ঝাঁপিয়ে পড়ার সর্বাধিক গতি হতে পারে সর্বোচ্চ ২৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷
advertisement
4/5
১৯ তারিখ রাত সাড়ে এগারোটায় প্রথম খানিকটা গতি হারাবে এই সুপার সাইক্লোন ৷ ১৭ডিগ্রি১ মিনিট উত্তর অক্ষাংশ ও ৮৭ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ২২৫ থেকে ২৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে থাকবে ঝড় ৷ এই সময় ঝাঁপিয়ে পড়ার সর্বাধিক গতি হতে পারে প্রতি ঘণ্টা ২৬০ কিলোমিটার ৷
১৯ তারিখ রাত সাড়ে এগারোটায় প্রথম খানিকটা গতি হারাবে এই সুপার সাইক্লোন ৷ ১৭ডিগ্রি১ মিনিট উত্তর অক্ষাংশ ও ৮৭ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ২২৫ থেকে ২৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে থাকবে ঝড় ৷ এই সময় ঝাঁপিয়ে পড়ার সর্বাধিক গতি হতে পারে প্রতি ঘণ্টা ২৬০ কিলোমিটার ৷
advertisement
5/5
১৯ তারিখ সাড়ে পাঁচটায় এর গতি আরও একটু কমবে তখন এর গতি হবে ২০০ থেকে ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা, ঝাাঁপিয়ে পড়ার সর্বাধিক গতি হতে পারে ২৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা অবধি ৷ বুধবার রাত সাড়ে এগারোটায় এর গতি হবে ঘণ্টায় প্রতি ১৮০-১৯০ ,আর ঝাঁপিয়ে পড়ার গতি হবে ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ এই সময়েও এটা অতি ভয়ঙ্কর সাইক্লোনিক স্টর্ম থাকবে ৷ ২০ থেকে ২১ তারিখে ধীরে ধীরে শক্তি হারাবে এই সাইক্লোন ৷ ২১ তারিখ এই ঝড়ের গতি কমে হবে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ এরপর সেটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে ৷
১৯ তারিখ সাড়ে পাঁচটায় এর গতি আরও একটু কমবে তখন এর গতি হবে ২০০ থেকে ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা, ঝাাঁপিয়ে পড়ার সর্বাধিক গতি হতে পারে ২৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা অবধি ৷ বুধবার রাত সাড়ে এগারোটায় এর গতি হবে ঘণ্টায় প্রতি ১৮০-১৯০ ,আর ঝাঁপিয়ে পড়ার গতি হবে ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ এই সময়েও এটা অতি ভয়ঙ্কর সাইক্লোনিক স্টর্ম থাকবে ৷ ২০ থেকে ২১ তারিখে ধীরে ধীরে শক্তি হারাবে এই সাইক্লোন ৷ ২১ তারিখ এই ঝড়ের গতি কমে হবে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ এরপর সেটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে ৷
advertisement
advertisement
advertisement