মুম্বই হামলায় শহিদ ইনস্পেক্টর হেমন্ত করকরে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা । আজ প্রজ্ঞার সঙ্গে দেখা করলেন বিজেপি প্রবীণ নেত্রী সুমিত্রা মহাজন।
হেমন্ত করকরেকে নিয়ে মন্তব্যের পর যদিও ক্ষমা চেয়েছিলেন প্রজ্ঞা ঠাকুর । তাঁর সঙ্গে আজ দেখা করেন সুমিত্রা মহাজন ।
প্রজ্ঞা ছাড়াও প্রবীণ বিজেপি নেতা কৈলাস সারঙ্গের সঙ্গেও দেখা করেছেন সুমিত্রা মহাজন ।
এছাড়া, বিজেপি নেতা বাবুলাল গড়ের সঙ্গেও দেখা করেছেন মহাজন ।
পুরনো সহকর্মীর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান মহাজন ।
...