৭০০ কিলোমিটার পথ পেরিয়ে ১০ মিনিটের দেরি, NEET দিতে পারল না ছাত্র

Last Updated:
করোনা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা এবং স্বাস্থ্যবিধি মানার কারণে পরীক্ষা শুরুর তিন ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছিল৷
1/6
মাত্র দশ মিনিট দেরি৷ তার জন্য ৭০০ কিলোমিটার পথ পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেও পরীক্ষা দিতে পারলেন   না এক NEET পরীক্ষার্থী৷ হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বিহারের দ্বারভাঙার   বাসিন্দা ওই নিট পরীক্ষার্থীর নাম সন্তোষ কুমার যাদব৷ কলকাতার সল্টলেকে পরীক্ষার সিট পড়েছিল তাঁর৷
মাত্র দশ মিনিট দেরি৷ তার জন্য ৭০০ কিলোমিটার পথ পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেও পরীক্ষা দিতে পারলেন না এক NEET পরীক্ষার্থী৷ হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বিহারের দ্বারভাঙার বাসিন্দা ওই নিট পরীক্ষার্থীর নাম সন্তোষ কুমার যাদব৷ কলকাতার সল্টলেকে পরীক্ষার সিট পড়েছিল তাঁর৷
advertisement
2/6
পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন্য ২৪ ঘণ্টা আগে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন বলে দাবি সন্তোষের৷ দু' বার   বাস পাল্টে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দশ মিনিট দেরি হয় তাঁর৷ অভিযোগ, সেই 'অপরাধেই' দশ মাস ধরে   প্রস্তুতি নিয়েও নিট পরীক্ষায় বসতে দেওয়া হয়নি তাঁকে৷ ফলে এ বছরের মতো তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্ন   ভেস্তে গিয়েছে৷
পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন্য ২৪ ঘণ্টা আগে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন বলে দাবি সন্তোষের৷ দু' বার বাস পাল্টে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দশ মিনিট দেরি হয় তাঁর৷ অভিযোগ, সেই 'অপরাধেই' দশ মাস ধরে প্রস্তুতি নিয়েও নিট পরীক্ষায় বসতে দেওয়া হয়নি তাঁকে৷ ফলে এ বছরের মতো তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্ন ভেস্তে গিয়েছে৷
advertisement
3/6
সন্তোষের কথায়, 'পরীক্ষায় বসার অনুমতি দেওয়ার জন্য আমি বার বার কর্তৃপক্ষের কাছে অনুরোধ   করেছিলাম৷ কিন্তু ওঁরা বললেন আমার পৌঁছতে দেরি হয়েছে, তাই অনুমতি দেওয়া যাবে না৷ দুপুর ২টো   থেকে পরীক্ষা শুরুর কথা ছিল৷ আর আমি পৌঁছই বেলা ১.৪০ মিনিটে৷ কিন্তু নিয়ম অনুযায়ী দুপুর ১.৩০   মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হত৷ আমার একটা বছর নষ্ট হয়ে গেল৷'
সন্তোষের কথায়, 'পরীক্ষায় বসার অনুমতি দেওয়ার জন্য আমি বার বার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলাম৷ কিন্তু ওঁরা বললেন আমার পৌঁছতে দেরি হয়েছে, তাই অনুমতি দেওয়া যাবে না৷ দুপুর ২টো থেকে পরীক্ষা শুরুর কথা ছিল৷ আর আমি পৌঁছই বেলা ১.৪০ মিনিটে৷ কিন্তু নিয়ম অনুযায়ী দুপুর ১.৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হত৷ আমার একটা বছর নষ্ট হয়ে গেল৷'
advertisement
4/6
 করোনা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা এবং স্বাস্থ্যবিধি মানার কারণে পরীক্ষা শুরুর তিন ঘণ্টা আগে পরীক্ষার্থীদের   পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছিল৷ Photo Collected
করোনা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা এবং স্বাস্থ্যবিধি মানার কারণে পরীক্ষা শুরুর তিন ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছিল৷ Photo Collected
advertisement
5/6
 সন্তোষের দাবি, তিনি শনিবার সকাল ৮টায় দ্বারভাঙা থেকে একটি বাস ধরে মুজফফরপুর পৌঁছন৷ সেখান   থেকে বাস ধরে পাটনায় আসেন৷ কিন্তু যানজটের কারণে পাটনায় পৌঁছতেই তাঁর ৬ ঘণ্টা দেরি হয়ে যায়৷   পাটনা থেকে রাত ৯টার বাসে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ওই ছাত্র৷ পরদিন বেলা ১.০৬ মিনিটে তিনি   শিয়ালদহ স্টেশনে পৌঁছন৷ সেখান থেকে একটি ট্যাক্সি নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দশ মিনিট দেরি হয়ে যায়   তাঁর৷
সন্তোষের দাবি, তিনি শনিবার সকাল ৮টায় দ্বারভাঙা থেকে একটি বাস ধরে মুজফফরপুর পৌঁছন৷ সেখান থেকে বাস ধরে পাটনায় আসেন৷ কিন্তু যানজটের কারণে পাটনায় পৌঁছতেই তাঁর ৬ ঘণ্টা দেরি হয়ে যায়৷ পাটনা থেকে রাত ৯টার বাসে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ওই ছাত্র৷ পরদিন বেলা ১.০৬ মিনিটে তিনি শিয়ালদহ স্টেশনে পৌঁছন৷ সেখান থেকে একটি ট্যাক্সি নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দশ মিনিট দেরি হয়ে যায় তাঁর৷
advertisement
6/6
 করোনা অতিমারির মধ্যে জেইই এবং নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য আগেই আবেদন করেছিল   বিরোধীরা৷ পরীক্ষার্থীদের সংক্রমণের ঝুঁকি ছাড়াও যাতায়াতের সমস্যার কথাও তুলে ধরা হয়েছিল৷ কারণ   এখনও রেল পরিষেবা স্বাভাবিক হয়নি৷ তার উপর দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি রয়েছে৷ যদিও পরীক্ষা পিছিয়ে দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্টও৷ ফলে নির্ধারিত সূচি মেনেই হয়েছে জেইই এবং নিট পরীক্ষা৷
করোনা অতিমারির মধ্যে জেইই এবং নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য আগেই আবেদন করেছিল বিরোধীরা৷ পরীক্ষার্থীদের সংক্রমণের ঝুঁকি ছাড়াও যাতায়াতের সমস্যার কথাও তুলে ধরা হয়েছিল৷ কারণ এখনও রেল পরিষেবা স্বাভাবিক হয়নি৷ তার উপর দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি রয়েছে৷ যদিও পরীক্ষা পিছিয়ে দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্টও৷ ফলে নির্ধারিত সূচি মেনেই হয়েছে জেইই এবং নিট পরীক্ষা৷
advertisement
advertisement
advertisement