Strict Rules For Bike With Kids: বাইকে শিশুদের তুলছেন? এবার মানতে হবে এই কড়া নিয়মগুলি, নাহলেই কঠোর শাস্তি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Strict Rules For Bike With Kids: এবার নির্দিষ্টভাবে বাইকে শিশুদের আরোহন নিয়ে কিছু কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।
আজকাল রাস্তায় যানজট এড়াতে গাড়ি থাকলেও বাইকেই ভরসা করছেন অনেকে। আর মধ্যবিত্ত জীবনে বাইকের জুড়ি মেলা ভার। বাচ্চাদের স্কুল পৌঁছনো থেকে নিজেদের অফিস কাছারি। বাইকেই দিন দিন ভরসা বাড়ছে সাধারণ মানুষের। কিন্তু বাইক পথে বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বেনিয়মও। সেইসব বেনিয়মকে ঠিক পথে চালিত করতে কঠোর মনোভাব সরকারের।
advertisement
advertisement
চলতি পথে রাস্তায় এখন চার চাকার গাড়ির তুললায় দু চাকার গাড়ির সংখ্যাই বেশি। যানজট এড়িয়ে সহজেই দ্রুত নিজের গন্তব্য স্থলে নিয়ে যেতে বাইক স্কুটির জুড়ি মেলাভার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই রাস্তায় হেলমেট বিহীন বাইক চালক দেখা যায়। আবার সঙ্গী যে আরোহী থাকে, তাকেও হেলমেট ছাড়াই দেখা যায়। বিশেষ করে এই ছবি তো হামেশাই চোখে পরে যে শিশুদের হেলমেট ছাড়াই দিব্যি বসানো হয়েছে বাইকে। তবে এবার এসব বন্ধ করতে কড়া হাতে রাশ টানতে চাইছে কেন্দ্র সরকার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement