♦ জানুন কিছু জরুরি তথ্য যা জানতেই হবে- নির্বাচিত প্রার্থীদের ভারতের বিভিন্ন রাজ্যে নিয়োগ করা হবে ৷ প্রথমে কর্মপ্রার্থীদের নেওয়া হবে PET বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং PST বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ৷ এখান থেকে শর্টলিস্টেড হলে তাঁদের মেডিক্যাল এক্সাম নেওয়া হবে ৷