প্রেমের তুমুল জয়, নিম্নাঙ্গ অসাড়, হুইলচেয়ার বসা স্বামীর সঙ্গে সাত পাকে বাঁধা, নববধূর তুমুল নাচ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
‘হোগি প্যায়ার কি জিত’ ...
প্রেম বিষয়টিই দারুণ সুন্দর৷ মানুষ যখন প্রেমে থাকে তখন অন্যদিকের কোনও খামতিও চোখে পড়ে না৷ প্রেমের কাছে সব কিছুই হার মানে৷ এরকমই ঘটনা ঘটল সুন্দর শহর চণ্ডীগড়ে৷ সোমবার দিন হুইল চেয়ারে বসা বিশেষ ভাবে সক্ষম এক ব্যক্তির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন একেবারে ‘সুস্থ’ তরুণী৷ ২৯ বছরের রাহুল ২০১৬ সালে একটি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিলেন৷ তারপরেই হুইল চেয়ারই ভরসা হয় তাঁর৷ সেই রাহুলকে ভালোবেসে জীবনসঙ্গী বেছে নিলেন অনামিকা৷ Photo -ANI
advertisement
চণ্ডীগড়ের স্পাইন রিহ্যাব সেন্টারে বসেছিল এই বিয়ের মেগা আসর৷ অ্যাক্সিডেন্টের পর রাহুলের নিম্নাঙ্গ পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল৷ তারপর থেকে হুইল চেয়ারই রাহুলের ভরসা৷ অনামিকা শারীরিক এই প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নতুন জীবনে এই রাহুলকেই জীবনসঙ্গী বেছে নিয়েছেন৷ তাঁরা ছোটবেলা থেকে প্রতিবেশী এই দুজন ৷ ২০০৮ থেকে একে অপরকে সঙ্গে প্রেমে তাঁরা৷ Photo -ANI
advertisement
advertisement
advertisement