'০' '০০' ঠিকানা! '...তাঁরা ভোট দেবেন না?' ধোঁয়াশা স্পষ্ট করলেন মুখ্য নির্বাচন কমিশনার! উড়িয়ে দিলেন রাহুলের বিরাট অভিযোগ

Last Updated:
SIR: ঠিকানার ঘরে 'শূন্য'। এবার এই শূন্য নম্বর সম্পর্কে জল্পনায় জল ঢেলে দিয়ে আসল কারণ স্পষ্ট করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন, "আমাদের দেশে অনেকেরই বাড়ি নেই, কিন্তু ভোটার তালিকায় তাঁদেরও নাম থাকে, এবং তাঁদের ঠিকানা কী দেওয়া আছে। ঠিকানাটি সেই স্থানে দেওয়া হয় যেখানে সেই ব্যক্তি রাতে ঘুমাতে আসে। কখনও রাস্তার ধারে, কখনও ব্রিজের নীচে।"
1/6
ঠিকানার ঘরে 'শূন্য'। এবার এই শূন্য নম্বর সম্পর্কে জল্পনায় জল ঢেলে দিয়ে আসল কারণ স্পষ্ট করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন,
ঠিকানার ঘরে 'শূন্য'। এবার এই শূন্য নম্বর সম্পর্কে জল্পনায় জল ঢেলে দিয়ে আসল কারণ স্পষ্ট করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন, "আমাদের দেশে অনেকেরই বাড়ি নেই, কিন্তু ভোটার তালিকায় তাঁদেরও নাম থাকে, এবং তাঁদের ঠিকানা কী দেওয়া আছে। ঠিকানাটি সেই স্থানে দেওয়া হয় যেখানে সেই ব্যক্তি রাতে ঘুমাতে আসে। কখনও রাস্তার ধারে, কখনও ব্রিজের নীচে।"
advertisement
2/6
জ্ঞানের কুমার সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় জানান,
জ্ঞানের কুমার সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় জানান, "এমন ব্যক্তিদের যদি বলা হয় যে তাঁরা একজন ভুয়ো ভোটার, তাহলে তা ভোটারদের সঙ্গে এক বিরাট রসিকতা বই কিছু নয়। আপনারা জানেন যে এই দেশে কোটি কোটি মানুষের বাড়ির ঠিকানার সামনে শূন্য নম্বর থাকে। কেন? কারণ পঞ্চায়েত, পৌরসভা তাঁদেরকে তাঁরা যে বাড়িতে থাকেন, তার নম্বরই দেয়নি। শহরগুলিতেও রয়েছে অননুমোদিত কলোনি, যেখানে তাদের নম্বর নেই। এখানেই প্রশ্ন ওঠে, তাদের ফর্মটি কোন ঠিকানায় পূরণ করা উচিত?"
advertisement
3/6
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানের কুমার জানান
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানের কুমার জানান "তাই নির্বাচন কমিশনের নির্দেশাবলীতে বলা হয়েছে যে যদি এই দেশে এমন কোনও ভোটার থাকেন, তাহলে নির্বাচন কমিশন তাঁর পাশে দাঁড়িয়ে তাঁকে একটি নোশনাল নম্বর দেবে। আর যেই মাত্র তিনি কম্পিউটারে এটি পূরণ করবেন তখনই সেখানে শূন্য দেখাবে। তার মানে এই নয় যে সে ভোটার নয়। ভারতে ভোটার হওয়ার শর্ত হল আপনার ঠিকানা, আপনার নাগরিকত্ব এবং আঠারো বছর বয়স পূর্ণ হওয়। এগুলি যতটা গুরুত্বপূর্ণ, ততটা গুরুত্বপূর্ণ নয় আপনি আদৌ ওই বুথের আশেপাশে থাকেন কিনা।"
advertisement
4/6
.প্রসঙ্গত, বিহারের খসড়া ভোটার তালিকায় ভোটারদের বাড়ির ঠিকানা হিসেবে 'শূন্য' দেখানো নিয়ে সম্প্রতি ছড়ায় বিভ্রান্তি। খসড়া তালিকা প্রকাশ্যে আসতেই দেখা যায়, কারও ০, কারও ০০, কারও আবার ০০০, প্রায় তিন লক্ষ ভোটারের বাড়ির ঠিকানা এমনই। ‘দ্য নিউজ় মিনিট’-এর একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয় বিহারের রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত, বিহারের খসড়া ভোটার তালিকায় ভোটারদের বাড়ির ঠিকানা হিসেবে 'শূন্য' দেখানো নিয়ে সম্প্রতি ছড়ায় বিভ্রান্তি। খসড়া তালিকা প্রকাশ্যে আসতেই দেখা যায়, কারও ০, কারও ০০, কারও আবার ০০০, প্রায় তিন লক্ষ ভোটারের বাড়ির ঠিকানা এমনই। ‘দ্য নিউজ় মিনিট’-এর একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয় বিহারের রাজনৈতিক মহলে।
advertisement
5/6
এরইমধ্যে সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি গত লোকসভা ভোটে কর্ণাটকের একটি আসনে কীভাবে ভোট চুরি করা হয়েছে তার তথ্যপ্রমাণ পেশ করেন। তাঁর অভিযোগ, ভোটচুরিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এসআইআর করা হচ্ছে। এইসব অভিযোগকে এদিন কার্যত উড়িয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
এরইমধ্যে সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি গত লোকসভা ভোটে কর্ণাটকের একটি আসনে কীভাবে ভোট চুরি করা হয়েছে তার তথ্যপ্রমাণ পেশ করেন। তাঁর অভিযোগ, ভোটচুরিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এসআইআর করা হচ্ছে। এইসব অভিযোগকে এদিন কার্যত উড়িয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
advertisement
6/6
তাঁর কথায়,
তাঁর কথায়, "কোটির উপর ভোটকর্মীর নজরদারিতে ভোটাররা কি ভোটচুরি করতে পারে? রাহুল গান্ধির তোলা সাম্প্রতিক ভোটচুরির অভিযোগ প্রসঙ্গে কমিশনের মন্তব্য, "কোনও মিথ‍্যা অভিযোগে নির্বাচন কমিশন ভয় পায় না। আর ভোটাররাও ভয় পায় না। ভোটারদের পাশে প্রাচীরের মতো জাতীয় নির্বাচন কমিশন দাঁড়িয়ে ছিল, এবং দাঁড়িয়ে থাকবে।"
advertisement
advertisement
advertisement