কাদের SIR-এ দিতে হবে না কোনও ডক্যুমেন্ট...? SIR নিয়ে চিন্তা নেই 'এঁদের'! আগে জানুন সঠিক নিয়ম!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
SIR 2025: রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর। আজ সাংবাদিক বৈঠকে সিইও জানিয়েছেন এমন ভোটার তালিকা তৈরি হবে যা হবে ১০০ শতাংশ স্বচ্ছ। কিন্তু এই সংশোধনী প্রক্রিয়ায় কাদের কোনও নথি দিতে হবে না? কাদের নাম তুলতে হবে? কী কী নথি গ্রাহ্য হবে, এই নিয়ে এখনও মানুষের মধ্যে হাজারো প্রশ্ন। দেখে নেওয়া যাক তারই কিছু উত্তর।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নির্দেশিকা বলছে, ১) কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। ২) ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি। ৩) বার্থ সার্টিফিকেট, ৪) পাসপোর্ট, ৫) মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্য়তার সার্টিফিকেট, ৬) রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ৭) ফরেস্ট রাইট সার্টিফিকেট, ৮) জাতিগত শংসাপত্র, ৯) কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, ১০) স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, ১১) জমি অথবা বাড়ির দলিল।
advertisement
