হোম » ছবি » দেশ » ১১ দিনে ১.২৮ লাখ পর্যটক ভিড় জমালেন ‘স্ট্যাচু অব ইউনিটি’ দেখতে!

১১ দিনে ১.২৮ লাখ পর্যটক ভিড় জমালেন ‘স্ট্যাচু অব ইউনিটি’ দেখতে!

  • Bangla Editor

  • 16

    ১১ দিনে ১.২৮ লাখ পর্যটক ভিড় জমালেন ‘স্ট্যাচু অব ইউনিটি’ দেখতে!

    • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয়েছে ৩১ অক্টোবর ৷ ১ নভেম্বর থেকে জনসাধারণের দেখার জন্য খুলে দেওয়া হয়েছে ‘স্ট্যাচু অব ইউনিটি’ ৷ সর্দার বল্লভভাই পটেলের ১৪৩তম জন্মবার্ষিকীকে উদযাপন করতেই বিশ্বের উচ্চতম এই মূর্তি তৈরি করা হয়েছে ৷ ছবি: পিটিআই ৷

    MORE
    GALLERIES

  • 26

    ১১ দিনে ১.২৮ লাখ পর্যটক ভিড় জমালেন ‘স্ট্যাচু অব ইউনিটি’ দেখতে!

    • গুজরাতের নর্মদা জেলার কেবাডিয়ায় এখন ১৮২ মিটারের এই বিষ্ময় চাক্ষুস করতে ভিড় উপচে পড়েছে ৷ সর্দার সরোবর নর্মদা নিগম লিমিটেডেরপ সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার আর জি কানিঙ্গো জানিয়েছেন, গত ১১ দিনে মোট ১ লক্ষ ২৮ হাজার পর্যটক ভিড় জমিয়েছেন ‘স্ট্যাচু অব ইউনিটি দেখতে ৷ তারমধ্যে গত শনি আর রবিবারেই পর্যটকের সংখ্যা ছিল ৫০ হাজারের উপরে ৷ ছবি: পিটিআই ৷

    MORE
    GALLERIES

  • 36

    ১১ দিনে ১.২৮ লাখ পর্যটক ভিড় জমালেন ‘স্ট্যাচু অব ইউনিটি’ দেখতে!

    • প্রিন্সিপাল সেকরেটরি অব ট্যুরিজম এস জে হায়দার জানান, প্রথম দিনের এই মৃর্তি দেখতে এসেছিলেন ১০ হাজারের উপর পর্যটক ৷ www.soutickets.in ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটতে পারছেন পর্যটকরা ৷ ছবি: পিটিআই ৷

    MORE
    GALLERIES

  • 46

    ১১ দিনে ১.২৮ লাখ পর্যটক ভিড় জমালেন ‘স্ট্যাচু অব ইউনিটি’ দেখতে!

    • ২,৯৮৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ভারতের 'লৌহমানব' ও স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাইয়ের এই মূর্তি ৷ স্বাধীনতার আগে ভারতভূখণ্ডের ৫৬২টি রাজ্যকে একত্রিত করে রিপাবলিক অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন তিনি ৷ ছবি: পিটিআই ৷

    MORE
    GALLERIES

  • 56

    ১১ দিনে ১.২৮ লাখ পর্যটক ভিড় জমালেন ‘স্ট্যাচু অব ইউনিটি’ দেখতে!

    • স্ট্যাচু অফ ইউনিটি এমন ভাবে তৈরি করা হয়েছে, রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্পেও কোনও ক্ষতি হবে না মূর্তির৷ এমন একটি জায়গায় মূর্তিটি রাখা হচ্ছে, যেখানে মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের সংযোগস্থল৷ ১ লক্ষ ৬৯ হাজারটি গ্রামের প্রায় ১ কোটি কৃষক ১২৯ টন লোহা দান করেছেন এটি তৈরি করতে ৷ ছবি: এপি ৷

    MORE
    GALLERIES

  • 66

    ১১ দিনে ১.২৮ লাখ পর্যটক ভিড় জমালেন ‘স্ট্যাচু অব ইউনিটি’ দেখতে!

    • তিনটি স্তরের এই মূর্তির একদম উপরের স্তর কংক্রিটের৷ দ্বিতীয় স্তর স্টিল ও তৃতীয় স্তরে ৮এমএম ব্রোঞ্জের ৷ মূর্তির মাথায় পৌঁছতে দুটি লিফট থাকছে৷ একসঙ্গে ২৬ জনকে চটজলদি উপরে নিয়ে যাবে সেই লিফট ৷ ৩ হাজার কর্মী সাড়ে ৩ বছর ধরে মূর্তিটি নির্মাণ করেছেন৷ যার মধ্যে L&T-র ৩০০ ইনজিনিয়ার রয়েছেন ৷ ছবি: রয়টার্স ৷

    MORE
    GALLERIES