• গুজরাতের নর্মদা জেলার কেবাডিয়ায় এখন ১৮২ মিটারের এই বিষ্ময় চাক্ষুস করতে ভিড় উপচে পড়েছে ৷ সর্দার সরোবর নর্মদা নিগম লিমিটেডেরপ সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার আর জি কানিঙ্গো জানিয়েছেন, গত ১১ দিনে মোট ১ লক্ষ ২৮ হাজার পর্যটক ভিড় জমিয়েছেন ‘স্ট্যাচু অব ইউনিটি দেখতে ৷ তারমধ্যে গত শনি আর রবিবারেই পর্যটকের সংখ্যা ছিল ৫০ হাজারের উপরে ৷ ছবি: পিটিআই ৷
• স্ট্যাচু অফ ইউনিটি এমন ভাবে তৈরি করা হয়েছে, রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্পেও কোনও ক্ষতি হবে না মূর্তির৷ এমন একটি জায়গায় মূর্তিটি রাখা হচ্ছে, যেখানে মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের সংযোগস্থল৷ ১ লক্ষ ৬৯ হাজারটি গ্রামের প্রায় ১ কোটি কৃষক ১২৯ টন লোহা দান করেছেন এটি তৈরি করতে ৷ ছবি: এপি ৷
• তিনটি স্তরের এই মূর্তির একদম উপরের স্তর কংক্রিটের৷ দ্বিতীয় স্তর স্টিল ও তৃতীয় স্তরে ৮এমএম ব্রোঞ্জের ৷ মূর্তির মাথায় পৌঁছতে দুটি লিফট থাকছে৷ একসঙ্গে ২৬ জনকে চটজলদি উপরে নিয়ে যাবে সেই লিফট ৷ ৩ হাজার কর্মী সাড়ে ৩ বছর ধরে মূর্তিটি নির্মাণ করেছেন৷ যার মধ্যে L&T-র ৩০০ ইনজিনিয়ার রয়েছেন ৷ ছবি: রয়টার্স ৷