ক্রমেই জটিল হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত! পরতে পরতে উঠে আসছে নয়া তথ্য! শুক্রবার একদিকে যখন প্রয়াত অভিনেতার চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে জেরা করছে সিবিআই, তখন অন্যদিকে সুশান্তের দুই ঘনিষ্ঠ, বন্ধু সিদ্ধার্থ পিঠানি এবং বাড়ির কেয়ারটেকার দীপেশ সাওয়ান্ত জানিয়ে দিলেন তাঁরা এই মামলায় রাজসাক্ষী হতে চান।