১২০০ যাত্রীর বদলে ১৭০০ লোক নিয়ে চলবে শ্রমিক স্পেশাল ট্রেন, থামবে তিন জায়গায়

Last Updated:
শেষ স্টেশনের আগে আরও তিনটি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন
1/5
করোনা মহামারীর জেরে দেশজুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রেলের চালানো শ্রমিক স্পেশাল ট্রেন। বেশি পরিযায়ী ফেরাতে নয়া ব্যবস্থা রেলের। আর ১২০০ নয়, এবার ১৭৬৪ যাত্রী নিয়ে চলবে শ্রমিক স্পেশাল ট্রেন। সোমবার এমনই নির্দেশিকা জারি করেছে ভারতীয় রেল।
করোনা মহামারীর জেরে দেশজুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রেলের চালানো শ্রমিক স্পেশাল ট্রেন। বেশি পরিযায়ী ফেরাতে নয়া ব্যবস্থা রেলের। আর ১২০০ নয়, এবার ১৭৬৪ যাত্রী নিয়ে চলবে শ্রমিক স্পেশাল ট্রেন। সোমবার এমনই নির্দেশিকা জারি করেছে ভারতীয় রেল।
advertisement
2/5
এতদিন, শারীরিক দূরত্বের নিয়মবিধি পালনের জন্য প্রত্যেক কুপে মাঝের বার্থটিকে ফাঁকা রেখে দেওয়া হচ্ছিল। এর ফলে ২ জন মানুসের মধ্যে অন্তত এক মিটার দূরত্ব থাকছিল। এবার ভর্তি যাত্রী নিয়েই এই ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল। আর সামাজিক দূরত্ববিধি মানা হবে না শ্রমিক স্পেশাল ট্রেনে
এতদিন, শারীরিক দূরত্বের নিয়মবিধি পালনের জন্য প্রত্যেক কুপে মাঝের বার্থটিকে ফাঁকা রেখে দেওয়া হচ্ছিল। এর ফলে ২ জন মানুসের মধ্যে অন্তত এক মিটার দূরত্ব থাকছিল। এবার ভর্তি যাত্রী নিয়েই এই ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল। আর সামাজিক দূরত্ববিধি মানা হবে না শ্রমিক স্পেশাল ট্রেনে
advertisement
3/5
এছাড়া নতুন নির্দেশিকায় রেল জানিয়েছে যে শেষ স্টেশনের আগে আরও তিনটি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। রাজ্যগুলির আবেদনেই স্টপেজ বাড়াল রেল।
এছাড়া নতুন নির্দেশিকায় রেল জানিয়েছে যে শেষ স্টেশনের আগে আরও তিনটি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। রাজ্যগুলির আবেদনেই স্টপেজ বাড়াল রেল।
advertisement
4/5
ইতিমধ্যেই, মঙ্গলবার থেকে অবশেষে আংশিক রেল পরিষেবা শুরু হচ্ছে৷ দিল্লি থেকে দেশের গুরুত্বপূর্ণ ১৫টি শহরেরমধ্যে ট্রেন চালাবে রেল৷ রেল মন্ত্রক জানিয়ে দিয়েছে, এই ট্রেনগুলির টিকিটশুধুমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই কাটা যাবে৷
ইতিমধ্যেই, মঙ্গলবার থেকে অবশেষে আংশিক রেল পরিষেবা শুরু হচ্ছে৷ দিল্লি থেকে দেশের গুরুত্বপূর্ণ ১৫টি শহরেরমধ্যে ট্রেন চালাবে রেল৷ রেল মন্ত্রক জানিয়ে দিয়েছে, এই ট্রেনগুলির টিকিটশুধুমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই কাটা যাবে৷
advertisement
5/5
এখনও পর্যন্ত পাওয়া তথ্যে জানা গিয়েছে, এই বিশেষ প্যাসেঞ্জার স্পেশ্যাল ট্রেনগুলির ভাড়া রাজধানীরসমতুল হতে চলেছে৷ এই ট্রেনগুলির প্রতিটি কামরাই বাতানুকুল থাকবে৷ রেল ভাড়াতেও কোনওরকম ছাড়এখন পাওয়া যাবে না৷
এখনও পর্যন্ত পাওয়া তথ্যে জানা গিয়েছে, এই বিশেষ প্যাসেঞ্জার স্পেশ্যাল ট্রেনগুলির ভাড়া রাজধানীরসমতুল হতে চলেছে৷ এই ট্রেনগুলির প্রতিটি কামরাই বাতানুকুল থাকবে৷ রেল ভাড়াতেও কোনওরকম ছাড়এখন পাওয়া যাবে না৷
advertisement
advertisement
advertisement