

• মানসিকভাবে সুস্থ ছিল না মেয়েটা । সেই সুযোগটাই কাজে লাগিয়েছিল পাড়ারই এক প্রতিবেশী ‘দাদা’ । আঁখের ক্ষেতে নিয়ে গিয়ে ১৫ বছরের নাবালিকা ওই কিশোরীকে ধর্ষণ করে সে । প্রতীকী চিত্র ।


• গত বছরের জুন মাস নাগাদ ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের বরেলিতে । বছর ত্রিশের ওই যুবক নাবালিকাকে ধর্ষণ করার পর তাকে হুমকি দেয় এই ঘটনা পাঁচ কান না করতে । তা না হলে পরিবারের সদস্যদের খুন করারও হুমকি দিয়েছিল সে । প্রতীকী চিত্র ।


• ভয় পেয়ে বাড়ির কাউকে সে কথা জানায়নি নির্যাতিতা ওই কিশোরী । ঘটনার ৬ মাস পর বাড়ির লোকেরা বুঝতে পারেন ওই কিশোরী গর্ভবতী । প্রতীকী চিত্র ।


• তখনই কিশোরীর বাবা জেলাশাসকের কাছে অনুমতি চান গর্ভপাত করানোর । কিন্তু গর্ভাবস্থা অনেক বেশিদিন হয়ে যাওয়ায় সেই অনুমতি দেননি চিকিৎসকরা । তার উপর গোটা ঘটনাটির উপর পুলিশের কেসও চলছে । প্রতীকী চিত্র ।


• গত শনিবার ওই কিশোরীর প্রেগন্যান্সি সংক্রান্ত সমস্যা হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় বরেলি জেলা হাসপাতালে । সেখানেই গত মঙ্গলবার মৃত্যু হয় তার । হাসপাতালের সিনিয়ম সুপারিন্টেন্ডেন্ট ডঃ সুবোধ শর্মা জানান, ওই কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল । তারপর তার শারিরীক অবস্থার আরও অবনতি হয় । প্রতীকী চিত্র ।