ঘুষ নিয়ে রাজনীতিতে, বাবাকেই খুনের হুমকি! JNU প্রাক্তনী শেহলা রশিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Last Updated:
তাঁর' অপরাধ তিনি শেহলাকে অনৈতিক ভাবে আর্থিক সুবিধে নিয়ে রাজনীতিতে আসতে না করেছিলেন।
1/5
 অতীতে খুনের হুমকি পেয়েছেন, সরব হয়েছে জম্মুর নাগরিকরদের নাগরিক অধিকার নিয়ে। কিন্তু এবার কাশ্মীরের নবীন রাজনৈতিক নেত্রী তথা জেএনইউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শেহলা রশিদের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তাঁর বাবা।
অতীতে খুনের হুমকি পেয়েছেন, সরব হয়েছে জম্মুর নাগরিকরদের নাগরিক অধিকার নিয়ে। কিন্তু এবার কাশ্মীরের নবীন রাজনৈতিক নেত্রী তথা জেএনইউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শেহলা রশিদের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তাঁর বাবা।
advertisement
2/5
জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট শেহলার ব্যক্তিগত দেহরক্ষী নাকি তাঁর বাবাকেই প্রাণনাশের হুমকি দিয়েছেন। তাঁর' অপরাধ তিনি শেহলাকে অনৈতিক ভাবে আর্থিক সুবিধে নিয়ে রাজনীতিতে আসতে না করেছিলেন।
জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট শেহলার ব্যক্তিগত দেহরক্ষী নাকি তাঁর বাবাকেই প্রাণনাশের হুমকি দিয়েছেন। তাঁর' অপরাধ তিনি শেহলাকে অনৈতিক ভাবে আর্থিক সুবিধে নিয়ে রাজনীতিতে আসতে না করেছিলেন।
advertisement
3/5
 জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংকে শেহলার বাবা আব্দুল রশিদ জানাচ্ছে প্রাক্তন আইএস অফিসার শাহ ফয়জল তাঁকে বহুদিন আগে তাঁর সঙ্গে রাজনীতিতে যোগ দেওযার অনুরোধ করেছিলেন। তাঁর ফিরিয়ে দেওয়া ডিলটিই হাসিমুখে গ্রহণ করেছেৱ শেহলা। কারণ টাকার অঙ্কটা তিন কোটি।
জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংকে শেহলার বাবা আব্দুল রশিদ জানাচ্ছে প্রাক্তন আইএস অফিসার শাহ ফয়জল তাঁকে বহুদিন আগে তাঁর সঙ্গে রাজনীতিতে যোগ দেওযার অনুরোধ করেছিলেন। তাঁর ফিরিয়ে দেওয়া ডিলটিই হাসিমুখে গ্রহণ করেছেৱ শেহলা। কারণ টাকার অঙ্কটা তিন কোটি।
advertisement
4/5
আব্দুলের মাথাব্য়থার কারণ এই ডিলের পয়সা এসেছিল এমন ব্যক্তিদের থেকে যারা সন্ত্রাসে মদতের জন্য অভিযুক্ত। এই ব্যাপারে না করায় শেহলার ব্যক্তিগত দেহরক্ষী শাকিব আহমেদ তাঁকে খুনের হুমকি দিচ্ছেন বলে অভিযোদ করেন আব্দুল রশিদ।
আব্দুলের মাথাব্য়থার কারণ এই ডিলের পয়সা এসেছিল এমন ব্যক্তিদের থেকে যারা সন্ত্রাসে মদতের জন্য অভিযুক্ত। এই ব্যাপারে না করায় শেহলার ব্যক্তিগত দেহরক্ষী শাকিব আহমেদ তাঁকে খুনের হুমকি দিচ্ছেন বলে অভিযোদ করেন আব্দুল রশিদ।
advertisement
5/5
শেহলা অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তাঁর কথায়, খাতায় কলমে বাবা হিসেবে পরিচিত এই ব্যক্তি তাঁদের অত্যাচার করেছেন। এখন নিজেই কোনঠাসা। নভেম্বরে এক আদালতই এই ব্যক্তিকে তাঁদের বাড়িতে ঢুকতে না করেছে। সে কথাই মনে করিয়ে দিয়েছেন তাঁদের দেহরক্ষী।
শেহলা অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তাঁর কথায়, খাতায় কলমে বাবা হিসেবে পরিচিত এই ব্যক্তি তাঁদের অত্যাচার করেছেন। এখন নিজেই কোনঠাসা। নভেম্বরে এক আদালতই এই ব্যক্তিকে তাঁদের বাড়িতে ঢুকতে না করেছে। সে কথাই মনে করিয়ে দিয়েছেন তাঁদের দেহরক্ষী।
advertisement
advertisement
advertisement