IPS Success Story: সুন্দরী আইপিএস করেছেন বলিউড ছবি, সিমালা প্রসাদের ছবি দেখলে চমকে যাবেন
- Published by:Uddalak B
Last Updated:
IPS Success Story: সিমালার শিক্ষাগত যোগ্যতার দিকে তাকালেও অবাক হতে হয়৷
advertisement
advertisement
সিমালার শিক্ষাগত যোগ্যতার দিকে তাকালেও অবাক হতে হয়৷ কারণ, তিনি একাধিক স্তরে শিক্ষাগত দিক থেকে চরম সাফল্য লাভ করেছিলেন৷ তিনি স্কুল পর্যায়ে ভাল ফলের পর ইনস্টিটিউট ফর এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন থেকে বি.কম অনার্স পাশ করেন৷ তার পর বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় স্নাতকোত্তর পাশ করেন, সেখানে গোল্ড মেডেল পান৷
advertisement
কলেজের পড়া সম্পূর্ণ করার পরে সিমালা মধ্যপ্রদেশের লোকসভা আয়োগের এমপি পিএসসি পরীক্ষা পাশ করেছিলেন। তাঁর প্রথম পোস্টিং ডি.এস.পি.-এর পদে হয়েছিল৷ এই সরকারি চাকরির সময় তিনি ইউপিএসসি পরীক্ষা প্রস্তুতি শুরু করেন। তার জন্য সিমালা কোনও কোচিংয়ের সাহায্য নেননি৷ তিনি নিজেই পড়াশোনা করে পাশ করেছিলেন৷ তিনি ২০১০ সালে আইপিএস পাশ করেন৷
advertisement