IPS Success Story: সুন্দরী আইপিএস করেছেন বলিউড ছবি, সিমালা প্রসাদের ছবি দেখলে চমকে যাবেন

Last Updated:
IPS Success Story: সিমালার শিক্ষাগত যোগ্যতার দিকে তাকালেও অবাক হতে হয়৷
1/5
আইপিএস িসমালা প্রসাদের বাড়ি মধ্যপ্রদেশের ভোপালে৷ তিনি সোশ্যাল মিডিয়া থেকে নেট মাধ্যমে বিপুল খ্যাতি পান ‘সুন্দরী আইপিএস’ অভিধায়৷ ১৯৮০ সালে ৮ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন৷ তাঁর বাবা, ১৯৭৫ সালের একজন আইএএস অফিসার ছিলেন৷
আইপিএস িসমালা প্রসাদের বাড়ি মধ্যপ্রদেশের ভোপালে৷ তিনি সোশ্যাল মিডিয়া থেকে নেট মাধ্যমে বিপুল খ্যাতি পান ‘সুন্দরী আইপিএস’ অভিধায়৷ ১৯৮০ সালে ৮ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন৷ তাঁর বাবা, ১৯৭৫ সালের একজন আইএএস অফিসার ছিলেন৷
advertisement
2/5
 বাবা ছিলেন কেন্দ্রীয় আইনসভার সদস্যও৷ মধ্যপ্রদেশের ভিন্ড থেকে জিতে সাংসদ হয়েছিলেন সিমালার বাবা ভগীরথ প্রসাদ৷ মেহেরুন্নিসা পারভেজ সিমালার মায়ের নাম, তিনি একজন বিখ্যাত সাহিত্যিক৷ সফল এক পরিবারের সদস্য সিমালা ছোটবেলা থেকেই দেশের জন্য কাজ করার কথা ভাবতেন৷
বাবা ছিলেন কেন্দ্রীয় আইনসভার সদস্যও৷ মধ্যপ্রদেশের ভিন্ড থেকে জিতে সাংসদ হয়েছিলেন সিমালার বাবা ভগীরথ প্রসাদ৷ মেহেরুন্নিসা পারভেজ সিমালার মায়ের নাম, তিনি একজন বিখ্যাত সাহিত্যিক৷ সফল এক পরিবারের সদস্য সিমালা ছোটবেলা থেকেই দেশের জন্য কাজ করার কথা ভাবতেন৷
advertisement
3/5
 সিমালার শিক্ষাগত যোগ্যতার দিকে তাকালেও অবাক হতে হয়৷ কারণ, তিনি একাধিক স্তরে শিক্ষাগত দিক থেকে চরম সাফল্য লাভ করেছিলেন৷ তিনি স্কুল পর্যায়ে ভাল ফলের পর ইনস্টিটিউট ফর এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন থেকে বি.কম অনার্স পাশ করেন৷ তার পর বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় স্নাতকোত্তর পাশ করেন, সেখানে গোল্ড মেডেল পান৷
সিমালার শিক্ষাগত যোগ্যতার দিকে তাকালেও অবাক হতে হয়৷ কারণ, তিনি একাধিক স্তরে শিক্ষাগত দিক থেকে চরম সাফল্য লাভ করেছিলেন৷ তিনি স্কুল পর্যায়ে ভাল ফলের পর ইনস্টিটিউট ফর এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন থেকে বি.কম অনার্স পাশ করেন৷ তার পর বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় স্নাতকোত্তর পাশ করেন, সেখানে গোল্ড মেডেল পান৷
advertisement
4/5
কলেজের পড়া সম্পূর্ণ করার পরে সিমালা মধ্যপ্রদেশের লোকসভা আয়োগের এমপি পিএসসি পরীক্ষা পাশ করেছিলেন। তাঁর প্রথম পোস্টিং ডি.এস.পি.-এর পদে হয়েছিল৷ এই সরকারি চাকরির সময় তিনি ইউপিএসসি পরীক্ষা প্রস্তুতি শুরু করেন। তার জন্য সিমালা কোনও কোচিংয়ের সাহায্য নেননি৷ তিনি নিজেই পড়াশোনা করে পাশ করেছিলেন৷ তিনি ২০১০ সালে আইপিএস পাশ করেন৷
কলেজের পড়া সম্পূর্ণ করার পরে সিমালা মধ্যপ্রদেশের লোকসভা আয়োগের এমপি পিএসসি পরীক্ষা পাশ করেছিলেন। তাঁর প্রথম পোস্টিং ডি.এস.পি.-এর পদে হয়েছিল৷ এই সরকারি চাকরির সময় তিনি ইউপিএসসি পরীক্ষা প্রস্তুতি শুরু করেন। তার জন্য সিমালা কোনও কোচিংয়ের সাহায্য নেননি৷ তিনি নিজেই পড়াশোনা করে পাশ করেছিলেন৷ তিনি ২০১০ সালে আইপিএস পাশ করেন৷
advertisement
5/5
 ভারতের সেরা সুন্দরী আইপিএস অফিসাদের তালিকায় সিমালা অন্যতম৷ ছোটবেলা থেকে তিনি নাচ করতে ভালবাসতেন৷ তিনি তাঁর প্রশিক্ষণও নিয়েছিলেন৷ তাঁর ঝোঁক ছিল অভিনয়ে৷ স্কুল-কলেজে তিনি বিভিন্ন নাটকে অংশও নিয়েছিলেন৷ কিন্তু শেষে তাঁকে তাঁর ভাগ্য টেনে নিয়ে এল সিভিল সার্ভিসের দিকে৷
ভারতের সেরা সুন্দরী আইপিএস অফিসাদের তালিকায় সিমালা অন্যতম৷ ছোটবেলা থেকে তিনি নাচ করতে ভালবাসতেন৷ তিনি তাঁর প্রশিক্ষণও নিয়েছিলেন৷ তাঁর ঝোঁক ছিল অভিনয়ে৷ স্কুল-কলেজে তিনি বিভিন্ন নাটকে অংশও নিয়েছিলেন৷ কিন্তু শেষে তাঁকে তাঁর ভাগ্য টেনে নিয়ে এল সিভিল সার্ভিসের দিকে৷
advertisement
advertisement
advertisement