১২ বছরের ছাত্রকে খুন করে স্কুলেই পুঁতে দিল সিনিয়র দাদারা, সাহায্য করলেন শিক্ষকরা!

Last Updated:
1/5
• নৃসংশতার চরম নির্দশন দেখল দেহরাদুনের  ৷ ক্রিকেট ব্যাট আর উইকেট দিয়ে বেধড়ক মারধর করে ও পিটিয়ে খুন করা হল বছর বারোর কিশোরকে ৷ খুনের পরে আবার বাসু যাদব নামের ওই কিশোরকে স্কুল চত্বরেই পুঁতে দেয় সিনিয়র দাদারা ৷ প্রতীকী চিত্র ৷
• নৃসংশতার চরম নির্দশন দেখল দেহরাদুনের ৷ ক্রিকেট ব্যাট আর উইকেট দিয়ে বেধড়ক মারধর করে ও পিটিয়ে খুন করা হল বছর বারোর কিশোরকে ৷ খুনের পরে আবার বাসু যাদব নামের ওই কিশোরকে স্কুল চত্বরেই পুঁতে দেয় সিনিয়র দাদারা ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
2/5
• গত বুধবার ঘটনাটি ঘটার একদিন পর পুলিশ গোটা বিষয়টি জানতে পারে ৷ যানা গিয়েছে, ওই ছাত্র স্কুলের বোর্ডিংয়ে থাকত ৷ একটি বিস্কুটের প্যাকেট চুরিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় ৷ ক্লাসের মধ্যে বিস্কুট খাচ্ছিল বাসু ৷ তা দেখেই তার উপর চড়াও হয় কয়েকজন পড়ুয়া ৷ প্রতীকী চিত্র ৷
• গত বুধবার ঘটনাটি ঘটার একদিন পর পুলিশ গোটা বিষয়টি জানতে পারে ৷ যানা গিয়েছে, ওই ছাত্র স্কুলের বোর্ডিংয়ে থাকত ৷ একটি বিস্কুটের প্যাকেট চুরিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় ৷ ক্লাসের মধ্যে বিস্কুট খাচ্ছিল বাসু ৷ তা দেখেই তার উপর চড়াও হয় কয়েকজন পড়ুয়া ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
3/5
• দ্বাদশ শ্রেণির ছাত্রদের বেধড়ক মারে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ তবে ঘটনার পরেই তা ধামাচাপা দেওয়া চেষ্টা করেন স্কুলের শিক্ষকরা ৷ দেহ পুঁতে দেওয়া হয় স্কুলের মধ্যেই ৷ এমনকি ওই কিশোরের বাড়িতে জানানো হয়, খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বাসুর ৷ প্রতীকী চিত্র ৷
• দ্বাদশ শ্রেণির ছাত্রদের বেধড়ক মারে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ তবে ঘটনার পরেই তা ধামাচাপা দেওয়া চেষ্টা করেন স্কুলের শিক্ষকরা ৷ দেহ পুঁতে দেওয়া হয় স্কুলের মধ্যেই ৷ এমনকি ওই কিশোরের বাড়িতে জানানো হয়, খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বাসুর ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
4/5
• মারের চোটে বাসু নিস্তেজ হয়ে পড়ায় তাকে ক্লাসে ফেলেই পালিয়ে যায় অন্যান্য ছেলেরা ৷ পরে হস্টেল ওয়ার্ডেনের চোখে পড়ে বিষয়টি ৷ শিক্ষকরাও ছুটে আসেন ৷ এরপরেই গোটা ঘনাটা ধামাচাপা দেওয়ার প্রিক্রিয়া শুরু হয় ৷ প্রতীকী চিত্র ৷
• মারের চোটে বাসু নিস্তেজ হয়ে পড়ায় তাকে ক্লাসে ফেলেই পালিয়ে যায় অন্যান্য ছেলেরা ৷ পরে হস্টেল ওয়ার্ডেনের চোখে পড়ে বিষয়টি ৷ শিক্ষকরাও ছুটে আসেন ৷ এরপরেই গোটা ঘনাটা ধামাচাপা দেওয়ার প্রিক্রিয়া শুরু হয় ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
5/5
• ঘটনয় দুই ছাত্র-সহ স্কুলের এক শিক্ষক, হোস্টেল ওয়ার্ডেন ও হোস্টেল ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রতীকী চিত্র ৷
• ঘটনয় দুই ছাত্র-সহ স্কুলের এক শিক্ষক, হোস্টেল ওয়ার্ডেন ও হোস্টেল ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রতীকী চিত্র ৷
advertisement
advertisement
advertisement