সার্জিকাল স্ট্রাইকে গুড়িয়ে গিয়েছে জইশ জঙ্গি ঘাঁটি, উপগ্রহ চিত্রে মিলল প্রমাণ...
Last Updated:
দিনটা ছিল গত ২৬ ফেব্রুয়ারি ৷ পুলওয়ামা হামলার জবাব দিতে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে আক্রমণ চালায় ভারতীয় বায়ুসেনা ৷ ১২ টি যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০’ এই অপারেশনে অংশ নেয় ৷ পাক অধিকৃত কাশ্মীরে ফেলা হয় ১০০০ কেজি বোমা ৷ গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি ৷ বিমানহানায় বালাকোটের জইশ-ই-মহম্মদের প্রধান ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি করে ভারত ৷
advertisement
advertisement
advertisement
advertisement
পাক জঙ্গি ঘাঁটি ধ্বংসে ভারতের করা সার্জিকাল স্ট্রাইককে প্রথম থেকেই অস্বীকার করে আসছে পাকিস্তান ৷ নকল ভিডিও সোশ্যালে ছেড়েও ভারতকে মিথ্যেবাদী ও ভুল প্রমাণ করতে চেষ্টা করেছে প্রতিবেশী রাষ্ট্র ৷ কিন্তু সীমান্তে বসবাসকারী ওপারের বাসিন্দারাই পাকিস্তানের এই দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করেছেন ৷ একইসঙ্গে নিউজ ১৮-এর এক্সক্লুসিভ রিপোর্ট অনুসারে, ভারতের সার্জিকাল স্টাইকের কথা স্বীকার করে বিবৃতি দিয়েছেন পাক অধিকৃত কাশ্মীর মীরপুরের এসপি গুলাম আকবর ৷ Representative Image