Love Affairs: কেলোর কীর্তি নাকি অন্ধ প্রেম, শ্বশুরকে মদ খাইয়ে শাশুড়িকে নিয়ে পালাল জামাই, তারপর...

Last Updated:
রমেশ নামের শ্বশুর নিজের মেয়ে কিসানা-র বিয়ে দিয়েছিলেন মামবালীর বাসিন্দা নারায়ণ জোগীর সঙ্গে৷ বিয়ের পর মেয়ে-জামাই নিয়মিত বাড়িতে আসা যাওয়া করতেন৷
1/7
#নয়াদিল্লি: রাজস্থানের সিরোহি জেলার প্রেমের রঙ একেবারে রঙিন! শাশুড়ি ও জামাইয়ের লাভ স্টোরি এখন ভাইরাল৷ ঘটনাটি চমকে দেওয়ার মতো - ৪০ বছরের শাশুড়ি তাঁর থেকে অনেক ছোট ২৭ বছরের জামাইয়ের প্রেমে একেবারে হাবুডুবু৷ Photo- Representative
#নয়াদিল্লি: রাজস্থানের সিরোহি জেলার প্রেমের রঙ একেবারে রঙিন! শাশুড়ি ও জামাইয়ের লাভ স্টোরি এখন ভাইরাল৷ ঘটনাটি চমকে দেওয়ার মতো - ৪০ বছরের শাশুড়ি তাঁর থেকে অনেক ছোট ২৭ বছরের জামাইয়ের প্রেমে একেবারে হাবুডুবু৷ Photo- Representative
advertisement
2/7
নিজের শ্বশুরকে প্রথমে মদের পার্টি করায় জামাই, শ্বশুর যখন নেশায় চুর তখন নিজের শাশুড়িকে নিয়ে পালিয়ে যায় জামাই৷ শ্বশুর যখন জ্ঞানে ফেরেন তখন দেখেন বাড়ি থেকে গায়েব নিজের স্ত্রী ও জামাই৷ Photo- Representative
নিজের শ্বশুরকে প্রথমে মদের পার্টি করায় জামাই, শ্বশুর যখন নেশায় চুর তখন নিজের শাশুড়িকে নিয়ে পালিয়ে যায় জামাই৷ শ্বশুর যখন জ্ঞানে ফেরেন তখন দেখেন বাড়ি থেকে গায়েব নিজের স্ত্রী ও জামাই৷ Photo- Representative
advertisement
3/7
এরপর পুলিশের দ্বারস্থ হন শ্বশুর৷ পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে এবং পালিয়ে যাওয়া প্রেমী জুটিকে খুঁজতে শুরু করেছে৷ এই মারাত্মক প্রেমের ঘটনা ঘটেছে সিরোহী জেলার অনাদর থানা এলাকার৷ Photo- Representative
এরপর পুলিশের দ্বারস্থ হন শ্বশুর৷ পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে এবং পালিয়ে যাওয়া প্রেমী জুটিকে খুঁজতে শুরু করেছে৷ এই মারাত্মক প্রেমের ঘটনা ঘটেছে সিরোহী জেলার অনাদর থানা এলাকার৷ Photo- Representative
advertisement
4/7
সিরোহি জেলার রেবদর উপখণ্ডের অনাদরা থানা এলাকার এই জমজমাট প্রেমের আখ্যান৷ সেখানের সিয়াকরা গ্রামে এক শাশুড়ি নিজের জামাইয়ের সঙ্গে পালিয়ে গেলেন৷ Photo- Representative
সিরোহি জেলার রেবদর উপখণ্ডের অনাদরা থানা এলাকার এই জমজমাট প্রেমের আখ্যান৷ সেখানের সিয়াকরা গ্রামে এক শাশুড়ি নিজের জামাইয়ের সঙ্গে পালিয়ে গেলেন৷ Photo- Representative
advertisement
5/7
রমেশ নামের শ্বশুর নিজের মেয়ে কিসানা-র বিয়ে দিয়েছিলেন মামবালীর বাসিন্দা নারায়ণ জোগীর সঙ্গে৷ বিয়ের পর মেয়ে-জামাই নিয়মিত বাড়িতে আসা যাওয়া করতেন৷ ৩০ ডিসেম্বর জামাই শ্বশুর বাড়িতে এসে মদের পার্টি করে৷ সেখানেই শ্বশুর মাতাল হয়ে বেহুঁশ হয়ে গেলে নিজের শাশুড়িকে নিয়ে পালিয়ে যান৷ Photo- Representative
রমেশ নামের শ্বশুর নিজের মেয়ে কিসানা-র বিয়ে দিয়েছিলেন মামবালীর বাসিন্দা নারায়ণ জোগীর সঙ্গে৷ বিয়ের পর মেয়ে-জামাই নিয়মিত বাড়িতে আসা যাওয়া করতেন৷ ৩০ ডিসেম্বর জামাই শ্বশুর বাড়িতে এসে মদের পার্টি করে৷ সেখানেই শ্বশুর মাতাল হয়ে বেহুঁশ হয়ে গেলে নিজের শাশুড়িকে নিয়ে পালিয়ে যান৷ Photo- Representative
advertisement
6/7
এদিকে মেয়ে এখনও তাঁর শ্বশুরবাড়িতে রয়েছেন৷ সে শ্বশুরবাড়িতে থেকে নিজের স্বামী ও মায়ের এই প্রেম কাহিনির কথা জানতে পেরেছে৷ Photo- Representative
এদিকে মেয়ে এখনও তাঁর শ্বশুরবাড়িতে রয়েছেন৷ সে শ্বশুরবাড়িতে থেকে নিজের স্বামী ও মায়ের এই প্রেম কাহিনির কথা জানতে পেরেছে৷ Photo- Representative
advertisement
7/7
যে শাশুড়িকে নিয়ে জামাই পালিয়েছে তাঁর তিন মেয়ে এবং এক ছেলে রয়েছে৷ এদিকে জামাইয়েরও তিন সন্তান আছে৷ শাশুড়ির সঙ্গে পালানোর সময় জামাই নিজের এক মেয়েকে নিয়ে গেছে৷ Photo- Representative
যে শাশুড়িকে নিয়ে জামাই পালিয়েছে তাঁর তিন মেয়ে এবং এক ছেলে রয়েছে৷ এদিকে জামাইয়েরও তিন সন্তান আছে৷ শাশুড়ির সঙ্গে পালানোর সময় জামাই নিজের এক মেয়েকে নিয়ে গেছে৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement