হোম » ছবি » দেশ » শাহরুখ-অমিতাভ নয়! নেই বিল গেটস-এরও, ট্যুইটারের ব্লু টিক আছে শুধু এই তারকার কাছে

Twitter: শাহরুখ-অমিতাভ নয়! এমনকি নেই বিল গেটস-এর কাছেও, ট্যুইটারের ব্লু টিক আছে কেবল এই বলি তারকার কাছে..

  • Bangla Digital Desk
  • Local18

  • 111

    Twitter: শাহরুখ-অমিতাভ নয়! এমনকি নেই বিল গেটস-এর কাছেও, ট্যুইটারের ব্লু টিক আছে কেবল এই বলি তারকার কাছে..

    নয়াদিল্লি. এমনটা যে হতে চলেছে, গত ১২ এপ্রিল জানান দিয়েছিলেন ট্যুইটারের মালিক এলন মাস্ক। সাধারণ মানুষ অথবা সেলেব্রিটি৷ এমনকী, দেশের প্রথমসারির রাজনৈতিক নেতারাও, মাস্কের কোপ থেকে বাদ পড়েননি কেউই৷ সকলের অ্যাকাউন্ট থেকেই সরিয়ে নেওয়া হয়েছে ব্লু টিক৷ মাইক্রোব্লগিং সাইট টুইটার ঘোষণা করেছে, পেড সার্ভিস না নিলে আর প্রোফাইলে রাখা যাবে না ব্লু টিক৷

    MORE
    GALLERIES

  • 211

    Twitter: শাহরুখ-অমিতাভ নয়! এমনকি নেই বিল গেটস-এর কাছেও, ট্যুইটারের ব্লু টিক আছে কেবল এই বলি তারকার কাছে..

    সলমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন থেকে আলিয়া ভাট৷ ভেরিফায়েড ব্লু টিক সরে গেছে সকলের অ্যাকাউন্ট থেকে। বড় নামের মধ্যে, এমন একজন বলিউড তারকাও রয়েছেন, যার ব্লু টিক এখনও বহাল। আসলে, ট্যুইটার এখন থেকে শুরু করেছে পেড ব্লু টিক পরিষেবা। প্রাথমিকভাবে এটা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে চালু করা হয়েছিল। এর পর তা ভারতেও শুরু হল। এখন, শুধুমাত্র যাঁরা এই পরিষেবার জন্য নিয়মিত টাকা দেবেন, তাঁদেরই অ্যাকাউন্টে নীল টিক থাকবে।

    MORE
    GALLERIES

  • 311

    Twitter: শাহরুখ-অমিতাভ নয়! এমনকি নেই বিল গেটস-এর কাছেও, ট্যুইটারের ব্লু টিক আছে কেবল এই বলি তারকার কাছে..

    এই তালিকার শীর্ষে রয়েছে মেগাস্টার অমিতাভ বচ্চনের নাম। অমিতাভের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু টিকটি সরিয়ে দেওয়া হয়েছে । ৪৮.৪ মিলিয়ন মানুষ তাঁকে টুইটারে ফলো করে।

    MORE
    GALLERIES

  • 411

    Twitter: শাহরুখ-অমিতাভ নয়! এমনকি নেই বিল গেটস-এর কাছেও, ট্যুইটারের ব্লু টিক আছে কেবল এই বলি তারকার কাছে..

    সলমান খানেরও একই অবস্থা। ৪৫ মিলিয়ন মানুষ তাঁকে টুইটারে ফলো করেন।

    MORE
    GALLERIES

  • 511

    Twitter: শাহরুখ-অমিতাভ নয়! এমনকি নেই বিল গেটস-এর কাছেও, ট্যুইটারের ব্লু টিক আছে কেবল এই বলি তারকার কাছে..

    বলিউডের পাঠান অর্থাৎ, শাহরুখ খানের নামও রয়েছে এই তালিকায়। ৪৩.৪ মিলিয়ন মানুষ তাঁকে টুইটারে ফলো করে। শাহরুখের টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরে যাওয়ায় অবাক ভক্তেরা।

    MORE
    GALLERIES

  • 611

    Twitter: শাহরুখ-অমিতাভ নয়! এমনকি নেই বিল গেটস-এর কাছেও, ট্যুইটারের ব্লু টিক আছে কেবল এই বলি তারকার কাছে..

    গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া এখনও পেড ব্লু টিক পরিষেবা শুরু করেননি এবং তাই তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকেও ব্লু টিক মুছে ফেলা হয়েছে। আমেরিকায় অবশ্য ইতিমধ্যেই পেইড ব্লু টিক পরিষেবা চালু হয়েছে। কিন্তু, কোন তারকার ব্লু এখনও সরিয়ে নেয়নি ট্যুইটার?

    MORE
    GALLERIES

  • 711

    Twitter: শাহরুখ-অমিতাভ নয়! এমনকি নেই বিল গেটস-এর কাছেও, ট্যুইটারের ব্লু টিক আছে কেবল এই বলি তারকার কাছে..

    আলিয়া ভাটের টুইটারে ২১.৬ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তিনি এখনও টুইটার থেকে পেইড পরিষেবা নেননি। তাই তাঁর নীল টিকও নেই।

    MORE
    GALLERIES

  • 811

    Twitter: শাহরুখ-অমিতাভ নয়! এমনকি নেই বিল গেটস-এর কাছেও, ট্যুইটারের ব্লু টিক আছে কেবল এই বলি তারকার কাছে..

    সেই বলিউড সেলেবের নাম হল অনুপম খের৷ অনুপম সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। সমস্ত বলিউড সেলেবদের অ্যকাউন্ট থেকে যেখানে নীল টিক উধাও হয়ে গিয়েছে, সেখানে একমাত্র অনুপম খেরের প্রোফাইলেই বহাল রয়েছে নীল টিক৷ নেটিজেনের অনুমান, তিনি বোধগহয় এই পরিষেবার জন্য নিয়ম মতো টাকা দেন এলন মাস্কের ট্যুইটারকে।

    MORE
    GALLERIES

  • 911

    Twitter: শাহরুখ-অমিতাভ নয়! এমনকি নেই বিল গেটস-এর কাছেও, ট্যুইটারের ব্লু টিক আছে কেবল এই বলি তারকার কাছে..

    এছাড়াও, ভেরিফায়েড ব্লু টিক মুছে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইটার হ্যান্ডল থেকে শুরু করে অমিত শাহের ট্যুইটার অ্যাকাউন্ট পর্যন্ত৷ তালিকায় রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নেই৷

    MORE
    GALLERIES

  • 1011

    Twitter: শাহরুখ-অমিতাভ নয়! এমনকি নেই বিল গেটস-এর কাছেও, ট্যুইটারের ব্লু টিক আছে কেবল এই বলি তারকার কাছে..

    বৃহস্পতিবার বিকেলের পরে মোদি-মমতার মতোই টুইটারে ‘ব্লু টিক’ হারিয়েছেন, বিল গেটস থেকে শুরু করে পোপ ফ্রান্সিসের মতো ব্যক্তিত্ব। ওপরা উইনফ্রে, জাস্টিন বিবার, কেটি পেরি এবং কিম কার্দাশিয়ানের মতো তারকারাও রয়েছেন এই তালিকায়।

    MORE
    GALLERIES

  • 1111

    Twitter: শাহরুখ-অমিতাভ নয়! এমনকি নেই বিল গেটস-এর কাছেও, ট্যুইটারের ব্লু টিক আছে কেবল এই বলি তারকার কাছে..

    এখন, সাধারণ নাগরিক হোক বা সেলেব্রিটি৷ যদি কোনও ব্যবহারকারী ফেরিফায়েড ব্লু টিক চান, তবে তাঁকে টুইটার ব্লু-তে সাবস্ক্রাইব করতে হবে। ভারতে ট্যুইটার ব্লু-এর সাবস্ক্রিপশন শুরু হয় ৬৫৭ টাকা থেকে এবং মোবাইল ব্যবহারকারীদের জন্য এটি প্রতি মাসে এই মূল্য ৯০০ টাকা। কোনও সংস্থা যদি তাদের টুইটারে তাদের নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে চায়, সে ক্ষেত্রে খরচ করতে হবে অনেক বেশি, প্রায় ৮২ হাজার টাকা।

    MORE
    GALLERIES