নয়াদিল্লি. এমনটা যে হতে চলেছে, গত ১২ এপ্রিল জানান দিয়েছিলেন ট্যুইটারের মালিক এলন মাস্ক। সাধারণ মানুষ অথবা সেলেব্রিটি৷ এমনকী, দেশের প্রথমসারির রাজনৈতিক নেতারাও, মাস্কের কোপ থেকে বাদ পড়েননি কেউই৷ সকলের অ্যাকাউন্ট থেকেই সরিয়ে নেওয়া হয়েছে ব্লু টিক৷ মাইক্রোব্লগিং সাইট টুইটার ঘোষণা করেছে, পেড সার্ভিস না নিলে আর প্রোফাইলে রাখা যাবে না ব্লু টিক৷
সলমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন থেকে আলিয়া ভাট৷ ভেরিফায়েড ব্লু টিক সরে গেছে সকলের অ্যাকাউন্ট থেকে। বড় নামের মধ্যে, এমন একজন বলিউড তারকাও রয়েছেন, যার ব্লু টিক এখনও বহাল। আসলে, ট্যুইটার এখন থেকে শুরু করেছে পেড ব্লু টিক পরিষেবা। প্রাথমিকভাবে এটা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে চালু করা হয়েছিল। এর পর তা ভারতেও শুরু হল। এখন, শুধুমাত্র যাঁরা এই পরিষেবার জন্য নিয়মিত টাকা দেবেন, তাঁদেরই অ্যাকাউন্টে নীল টিক থাকবে।
এখন, সাধারণ নাগরিক হোক বা সেলেব্রিটি৷ যদি কোনও ব্যবহারকারী ফেরিফায়েড ব্লু টিক চান, তবে তাঁকে টুইটার ব্লু-তে সাবস্ক্রাইব করতে হবে। ভারতে ট্যুইটার ব্লু-এর সাবস্ক্রিপশন শুরু হয় ৬৫৭ টাকা থেকে এবং মোবাইল ব্যবহারকারীদের জন্য এটি প্রতি মাসে এই মূল্য ৯০০ টাকা। কোনও সংস্থা যদি তাদের টুইটারে তাদের নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে চায়, সে ক্ষেত্রে খরচ করতে হবে অনেক বেশি, প্রায় ৮২ হাজার টাকা।