করোনা পরিস্থিতির জেরে প্রবল খারাপ অবস্থার মধ্যে দেশে শুরু হয়েছে রাশিয়ার স্পুটনিক ভি (Sputnik V) ভ্যাকসিন দেওয়ার কাজ৷ বিদেশ থেকে আমদানি করা রাশিয়ার এই ভ্যাকসিনের একটি ডোজের দাম ৯৯৫ টাকা৷ যা ভারতের টিকাগুলির মধ্যে সবেচেয়ে দামী। কিন্তু গোটা দেশেই চলছে টিকার আকাল। এই পরিস্থিতিতে আশার কথা শোনালেন রাশিয়ার এ দেশের রাষ্ট্রদূত এন কুদাশেভ।
এরই মধ্যে ভারতের প্রথম সিঙ্গল ডোজ করোনার ভ্যাকসিনও হতে পারে রাশিয়ারই স্পুটনিক লাইট৷ আগামী জুন মাসেই এই টিকার ছাড়পত্রের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে পারে। ডক্টর রেড্ডিজ-এর শীর্ষকর্তার মতে, স্পুটনিক লাইট আসলে স্পুটনিক ভ্যাকসিনেরই প্রথম ডোজ৷ দ্বিতীয় ডোজ নিলে এর কার্যকরিতা ৯১.৬ শতাংশে পৌঁছয়৷