টাকার দামে রেকর্ড পতন, প্রতি ডলারে ৮৩ টাকা পার! বাড়ছে আরও নিচে যাওয়ার আশঙ্কা

Last Updated:
Rupee Record Fall: টাকার দাম এর আগে এতটা পড়েনি। সর্বকালের সব রেকর্ড ভেঙে গেল বুধবার।
1/6
দীপাবলির আগে ফের দেশবসীর জন্য খারাপ খবর। ডলারের সাপেক্ষে টাকার দামে সর্বকালীন পতন। ফের কপালে চিন্তার ভাঁজ অর্থনীতিবিদদের।
দীপাবলির আগে ফের দেশবসীর জন্য খারাপ খবর। ডলারের সাপেক্ষে টাকার দামে সর্বকালীন পতন। ফের কপালে চিন্তার ভাঁজ অর্থনীতিবিদদের।
advertisement
2/6
বুধবার বাজার খোলার সময়ই টাকার দাম ছিল ৮২.৩০৬২। বাজার বন্ধ হওয়ার সময় যা শেষমেশ ৮৩.০২ -তে গিয়ে ঠেকে।
বুধবার বাজার খোলার সময়ই টাকার দাম ছিল ৮২.৩০৬২। বাজার বন্ধ হওয়ার সময় যা শেষমেশ ৮৩.০২ -তে গিয়ে ঠেকে।
advertisement
3/6
ডলারের সাপেক্ষে টাকার দাম এর আগে এতটা কখনও পড়েনি। দীপাবলির আগে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। তার উপর ব্যাঙ্কের চড়া সুদ নেওয়াও চলতে থাকবে বলে মনে করা হচ্ছে।
ডলারের সাপেক্ষে টাকার দাম এর আগে এতটা কখনও পড়েনি। দীপাবলির আগে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। তার উপর ব্যাঙ্কের চড়া সুদ নেওয়াও চলতে থাকবে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/6
কয়েকদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দাবি করেছিলেন, টাকার দামে পতন হচ্ছে না। আসলে ডলার আরও মজবুত হয়েছে আগের থেকে। তাঁর সেই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছিল।
কয়েকদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দাবি করেছিলেন, টাকার দামে পতন হচ্ছে না। আসলে ডলার আরও মজবুত হয়েছে আগের থেকে। তাঁর সেই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছিল।
advertisement
5/6
মঙ্গলবারের তুলনায় বুধবার টাকার দামে আরও ৬৬ পয়সা পতন দেখা যায়। যা কি না সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে।
মঙ্গলবারের তুলনায় বুধবার টাকার দামে আরও ৬৬ পয়সা পতন দেখা যায়। যা কি না সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে।
advertisement
6/6
রিজার্ভ ব্যাঙ্ক এতদিন চেষ্টা করেছিল, টাকার দামে যাতে ৮৩ টাকায় না নামে!! মনে করা হয়েছিল, টাকার দাম ৮২.৪০-এ নামতে পারে শেষ পর্যন্ত। তবে শেষমেশ আশঙ্কাই সত্যি হল।
রিজার্ভ ব্যাঙ্ক এতদিন চেষ্টা করেছিল, টাকার দামে যাতে ৮৩ টাকায় না নামে!! মনে করা হয়েছিল, টাকার দাম ৮২.৪০-এ নামতে পারে শেষ পর্যন্ত। তবে শেষমেশ আশঙ্কাই সত্যি হল।
advertisement
advertisement
advertisement