RIP Noida Twin Towers|| ধুলোয় মিশল নয়ডার জোড়া অট্টালিকা, এখন নেই শেষ চিহ্নটুকুও

Last Updated:
RIP Noida Twin Towers|| এটি পরিষ্কার করতে তিন মাসের মতো সময় লাগতে পারে। ধ্বংসাবশেষ নির্দিষ্ট এলাকায় জমানো হবে।
1/7
এক লহমায় সব শেষ৷ নেই ট্যুইন টাওয়ারের নামমাত্র চিহ্ন৷
এক লহমায় সব শেষ৷ নেই ট্যুইন টাওয়ারের নামমাত্র চিহ্ন৷
advertisement
2/7
বিশাল, লম্বা, উঁচু...সব বিশেষণ ব্যবহার করা হত নয়ডার ট্যুইন টাওয়ারকে ব্যখ্যা করতে৷ তবে সেই উঁচু বিল্ডিং ভেঙে, গুড়িয়ে গেছে সকলের চোখের সামনে! এখন সেখানে যেন অনেক বড় ফাঁকা মাঠ!
বিশাল, লম্বা, উঁচু...সব বিশেষণ ব্যবহার করা হত নয়ডার ট্যুইন টাওয়ারকে ব্যখ্যা করতে৷ তবে সেই উঁচু বিল্ডিং ভেঙে, গুড়িয়ে গেছে সকলের চোখের সামনে! এখন সেখানে যেন অনেক বড় ফাঁকা মাঠ!
advertisement
3/7
ধীরে ধীরে দৃশ্যমানতা ফিরে এসেছে। ধুলোর মেঘ কেটে গিয়েছে অনেকটাই।
ধীরে ধীরে দৃশ্যমানতা ফিরে এসেছে। ধুলোর মেঘ কেটে গিয়েছে অনেকটাই।
advertisement
4/7
এটি পরিষ্কার করতে তিন মাসের মতো সময় লাগতে পারে। ধ্বংসাবশেষ নির্দিষ্ট এলাকায় জমানো হবে।
এটি পরিষ্কার করতে তিন মাসের মতো সময় লাগতে পারে। ধ্বংসাবশেষ নির্দিষ্ট এলাকায় জমানো হবে।
advertisement
5/7
যমজ অট্টালিকাকে গুঁড়িয়ে দিতে ব্যাবহার করা হয়েছিল ৪ হাজার কেজি বিস্ফোরক।
যমজ অট্টালিকাকে গুঁড়িয়ে দিতে ব্যাবহার করা হয়েছিল ৪ হাজার কেজি বিস্ফোরক।
advertisement
6/7
আবাসন ভেঙে ফেলার পর কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷ তবে ধুলোর আস্তরণে সাময়িক চোখ-জ্বালা বা অস্বস্তির খবর মিলেছে৷
আবাসন ভেঙে ফেলার পর কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷ তবে ধুলোর আস্তরণে সাময়িক চোখ-জ্বালা বা অস্বস্তির খবর মিলেছে৷
advertisement
7/7
দুই টাওয়ারের মধ্যে যে ন্যূনতম দূরত্ব থাকা উচিত, তা রাখা হয়নি। এই সব দিক খতিয়ে দেখে গত বছরেই ওই জোড়া টাওয়ার ধ্বংস করার নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ সেই নির্দেশ মেনেই আজ দাঁড়ি পড়ল ট্যুইন টাওয়ারে৷
দুই টাওয়ারের মধ্যে যে ন্যূনতম দূরত্ব থাকা উচিত, তা রাখা হয়নি। এই সব দিক খতিয়ে দেখে গত বছরেই ওই জোড়া টাওয়ার ধ্বংস করার নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ সেই নির্দেশ মেনেই আজ দাঁড়ি পড়ল ট্যুইন টাওয়ারে৷
advertisement
advertisement
advertisement