Bengaluru Wedding Viral News: রাতে জমকালো রিসেপসন, বিয়ের সকালে আচমকা হানা দিল পুলিশ! তুলে নিয়ে গেল কনেকে, ঠিক কী ঘটেছিল? তোলপাড়

Last Updated:
Wedding Viral News: বেঙ্গালুরুর দেবানহাল্লিতে মেয়ের বিয়েতে যাঁরা পৌঁছন, তাঁরা জানতে পেরেছেন, বিয়েটা ভুল ছিল। রাতেই নববধূকে তুলে নিয়ে যাওয়া হয়। কারণ জানেন? মণ্ডপে আসলে কী হয়েছিল?
1/6
*সাম্প্রতিক অতীতে কল্যাণ মণ্ডপম পর্যন্ত আসা অনেক বিয়ে নানা কারণে ভেঙে গিয়েছে। রিসেপশনে যাঁরা গিয়েছিলেন, তারা বিয়ে দেখতে পাননি। গুজব ছড়িয়েছে, এমনও কয়েকজন পাত্র-পাত্রী বিয়ের হলে এসেছিলেন, যারা গাঁটছড়া বাঁধতে পারেননি শেষ পর্যন্ত। বেঙ্গালুরুর দেবানহাল্লিতে মেয়ের বিয়েতে যাঁরা পৌঁছন, তাঁরা জানতে পেরেছেন, বিয়েটা ভুল ছিল। রাতেই নববধূকে তুলে নিয়ে যাওয়া হয়। কারণ জানেন? মণ্ডপে আসলে কী হয়েছিল? সংগৃহীত ছবি। 
*সাম্প্রতিক অতীতে কল্যাণ মণ্ডপম পর্যন্ত আসা অনেক বিয়ে নানা কারণে ভেঙে গিয়েছে। রিসেপশনে যাঁরা গিয়েছিলেন, তারা বিয়ে দেখতে পাননি। গুজব ছড়িয়েছে, এমনও কয়েকজন পাত্র-পাত্রী বিয়ের হলে এসেছিলেন, যারা গাঁটছড়া বাঁধতে পারেননি শেষ পর্যন্ত। বেঙ্গালুরুর দেবানহাল্লিতে মেয়ের বিয়েতে যাঁরা পৌঁছন, তাঁরা জানতে পেরেছেন, বিয়েটা ভুল ছিল। রাতেই নববধূকে তুলে নিয়ে যাওয়া হয়। কারণ জানেন? মণ্ডপে আসলে কী হয়েছিল? সংগৃহীত ছবি।
advertisement
2/6
*জানা গিয়েছে, বেঙ্গালুরুর অনতিদূরে বাল্যবিবাহ চলছিল। অতিথিদের পরিবর্তে শিশু সুরক্ষা বিভাগের কর্মকর্তারা রিসেপশনে হাজির হন, ভেঙে যায় বিয়ে। বাল্যবিবাহ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ যারা বাল্যবিবাহের চেষ্টা করেছে তাদের তিরস্কার করেছে পুলিশ। সংগৃহীত ছবি। 
*জানা গিয়েছে, বেঙ্গালুরুর অনতিদূরে বাল্যবিবাহ চলছিল। অতিথিদের পরিবর্তে শিশু সুরক্ষা বিভাগের কর্মকর্তারা রিসেপশনে হাজির হন, ভেঙে যায় বিয়ে। বাল্যবিবাহ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ যারা বাল্যবিবাহের চেষ্টা করেছে তাদের তিরস্কার করেছে পুলিশ। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*রিসেপশনের অনুষ্ঠান চলাকালে জেলা শিশু সুরক্ষা ইউনিটের কর্মকর্তারা বিয়েবাড়িতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করেন। জানা গিয়েছে, দেবনাহাল্লির বিজয়পুরা শহরের চান্নাপ্পা সুব্বাম্মা কল্যাণ মণ্ডপার পরিবারের সদস্যরা বাল্যবিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন। বিয়ে হচ্ছিল ১৭ বছরের কিশোরীর। কিন্তু তা শেষ পর্যন্ত ভেঙে যায়। সংগৃহীত ছবি। 
*রিসেপশনের অনুষ্ঠান চলাকালে জেলা শিশু সুরক্ষা ইউনিটের কর্মকর্তারা বিয়েবাড়িতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করেন। জানা গিয়েছে, দেবনাহাল্লির বিজয়পুরা শহরের চান্নাপ্পা সুব্বাম্মা কল্যাণ মণ্ডপার পরিবারের সদস্যরা বাল্যবিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন। বিয়ে হচ্ছিল ১৭ বছরের কিশোরীর। কিন্তু তা শেষ পর্যন্ত ভেঙে যায়। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*১৭ বছরের ওই কিশোরীর বাল্যবিয়ের অভিযোগ ওঠে পরিবারের সদস্যের বিরুদ্ধে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা চাইল্ড হেল্পলাইন নম্বর ১০৯৮-এ ফোন করে বাল্যবিয়ের বিষয়টি জানান। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান আধিকারিকরা। নাবালিকাকে উদ্ধার করলেন আধিকারিকরা। সংগৃহীত ছবি। 
*১৭ বছরের ওই কিশোরীর বাল্যবিয়ের অভিযোগ ওঠে পরিবারের সদস্যের বিরুদ্ধে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা চাইল্ড হেল্পলাইন নম্বর ১০৯৮-এ ফোন করে বাল্যবিয়ের বিষয়টি জানান। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান আধিকারিকরা। নাবালিকাকে উদ্ধার করলেন আধিকারিকরা। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*জেলা শিশু সুরক্ষা ইউনিটের কর্মকর্তারা অভিযান চালান এবং বাল্যবিবাহ রোধ করবেন। নাবালিকাকে মহিলাদের কমফোর্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। নিয়ম লঙ্ঘন করে বিয়ের অভিযোগ উঠেছে বর-বাবা-মায়ের বিরুদ্ধে। সংগৃহীত ছবি। 
*জেলা শিশু সুরক্ষা ইউনিটের কর্মকর্তারা অভিযান চালান এবং বাল্যবিবাহ রোধ করবেন। নাবালিকাকে মহিলাদের কমফোর্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। নিয়ম লঙ্ঘন করে বিয়ের অভিযোগ উঠেছে বর-বাবা-মায়ের বিরুদ্ধে। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*শিশু সুরক্ষা বিভাগের আধিকারিকরা নাবালিকার বাবা-মা, বর এবং বিয়ের হলের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু গ্রামীণ জেলার দেবনাহল্লি তালুকের বিজয়পুরা থানা সীমানার অন্তর্গত। সংগৃহীত ছবি।
*শিশু সুরক্ষা বিভাগের আধিকারিকরা নাবালিকার বাবা-মা, বর এবং বিয়ের হলের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু গ্রামীণ জেলার দেবনাহল্লি তালুকের বিজয়পুরা থানা সীমানার অন্তর্গত। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement