Ram Lalla Idol Jewellery Pieces: প্রাণপ্রতিষ্ঠায় হিরে, চুনি, পান্নায় খচিত কী কী অমূল্য অলঙ্কার ছিল রামলালার বিগ্রহে? নির্মাতা কে? জানুন বিশদে

Last Updated:
Ram Lalla Idol Jewellery Pieces: অলঙ্কার ও রত্নখচিতের মধ্যে ছিল তিলক, ধনুষ, তির, মুকুট এবং পঙ্খী, ছোট হার, পঞ্চলড়া, বিজয়হার, কোমরবন্ধ, বাজুবন্ধ, হাতের বালা, নূপুর, পায়ের বালা, মুদ্রিকা এবং পদ্মফুল
1/11
অযোধ্যায় রাম জন্মভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সোমবার প্রাণপ্রতিষ্ঠা হল রাম লালার। কৃষ্ণশিলায় নির্মিত বিগ্রহের রূপে মুগ্ধ পুণ্যার্থীরা।
অযোধ্যায় রাম জন্মভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সোমবার প্রাণপ্রতিষ্ঠা হল রাম লালার। কৃষ্ণশিলায় নির্মিত বিগ্রহের রূপে মুগ্ধ পুণ্যার্থীরা।
advertisement
2/11
পাঁচ বছরের শিশুর সারল্যের আদলে নির্মিত এই বিগ্রহকে প্রাণপ্রতিষ্ঠার দিন সাজানো হয়েছিল ১৪ রকম অলঙ্কারে। বিগ্রহের সব অলঙ্কার তৈরি করেছে হরসহায়মল শিয়ামল জুয়েলার্স।
পাঁচ বছরের শিশুর সারল্যের আদলে নির্মিত এই বিগ্রহকে প্রাণপ্রতিষ্ঠার দিন সাজানো হয়েছিল ১৪ রকম অলঙ্কারে। বিগ্রহের সব অলঙ্কার তৈরি করেছে হরসহায়মল শিয়ামল জুয়েলার্স।
advertisement
3/11
অলঙ্কার ও রত্নখচিতের মধ্যে ছিল তিলক, ধনুষ, তির, মুকুট এবং পঙ্খী, ছোট হার, পঞ্চলড়া, বিজয়হার, কোমরবন্ধ, বাজুবন্ধ, হাতের বালা, নূপুর, পায়ের বালা, মুদ্রিকা এবং পদ্মফুল।
অলঙ্কার ও রত্নখচিতের মধ্যে ছিল তিলক, ধনুষ, তির, মুকুট এবং পঙ্খী, ছোট হার, পঞ্চলড়া, বিজয়হার, কোমরবন্ধ, বাজুবন্ধ, হাতের বালা, নূপুর, পায়ের বালা, মুদ্রিকা এবং পদ্মফুল।
advertisement
4/11
আভিজাত্য এবং রাজকীয়তায় ভরপুর স্বর্ণালঙ্কারে খচিত ছিল হীরে, চুনি,পান্না। ১৩০ বছরের প্রাচীন এই অলঙ্কার ব্যবসায়ী যত্ন ও নিষ্ঠার সঙ্গে তৈরি করেছে প্রতিটি ভূষণ।
আভিজাত্য এবং রাজকীয়তায় ভরপুর স্বর্ণালঙ্কারে খচিত ছিল হীরে, চুনি,পান্না। ১৩০ বছরের প্রাচীন এই অলঙ্কার ব্যবসায়ী যত্ন ও নিষ্ঠার সঙ্গে তৈরি করেছে প্রতিটি ভূষণ।
advertisement
5/11
অলঙ্কার প্রস্তুতকারী সংস্থা সমাজমাধ্যমে জানিয়েছে তারা রামলালার অলঙ্কার তৈরি করতে পেরে গর্বিত। তাঁদের আশা রামজন্মভূমিতে রামলালার প্রত্যাবর্তনের সাক্ষী এই অলঙ্কার কালজয়ী হবে।
অলঙ্কার প্রস্তুতকারী সংস্থা সমাজমাধ্যমে জানিয়েছে তারা রামলালার অলঙ্কার তৈরি করতে পেরে গর্বিত। তাঁদের আশা রামজন্মভূমিতে রামলালার প্রত্যাবর্তনের সাক্ষী এই অলঙ্কার কালজয়ী হবে।
advertisement
6/11
হরসহায়মল শিয়ামল জুয়েলার্সের অধিকর্তা অঙ্কুর, কানুপ্রিয়া এবং মোহিত আনন্দ নিজেরা এই অলঙ্কারের নক্সা তৈরি করেছেন। তাঁরা এই সুযোগে শামিল হতে পেরে গর্বিত।
হরসহায়মল শিয়ামল জুয়েলার্সের অধিকর্তা অঙ্কুর, কানুপ্রিয়া এবং মোহিত আনন্দ নিজেরা এই অলঙ্কারের নক্সা তৈরি করেছেন। তাঁরা এই সুযোগে শামিল হতে পেরে গর্বিত।
advertisement
7/11
১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হরসহায়মল শিয়ামল জুয়েলার্সের শাখা আছে লখনউ এবং বরেলী-দুই শহরেই। দীর্ঘ বছর ধরে তাঁরা অলঙ্কার ব্যবসায়ে সুপরিচিত প্রতিষ্ঠান।
১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হরসহায়মল শিয়ামল জুয়েলার্সের শাখা আছে লখনউ এবং বরেলী-দুই শহরেই। দীর্ঘ বছর ধরে তাঁরা অলঙ্কার ব্যবসায়ে সুপরিচিত প্রতিষ্ঠান।
advertisement
8/11
সোমবার, প্রাণপ্রতিষ্ঠার দিন রামলালার বিগ্রহে কী কী অলঙ্কার ছিল, তার তালিকা প্রকাশ করেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট। পীতাভ বেনারসি ধুতি, লাল পট্টবস্ত্রে সজ্জিত বিগ্রহের পট্টবস্ত্রে সোনার জরি দিয়ে শঙ্খ, চক্র, পদ্ম ও ময়ূরের নক্সা ফুটিয়ে তোলা হয়েছে।
সোমবার, প্রাণপ্রতিষ্ঠার দিন রামলালার বিগ্রহে কী কী অলঙ্কার ছিল, তার তালিকা প্রকাশ করেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট। পীতাভ বেনারসি ধুতি, লাল পট্টবস্ত্রে সজ্জিত বিগ্রহের পট্টবস্ত্রে সোনার জরি দিয়ে শঙ্খ, চক্র, পদ্ম ও ময়ূরের নক্সা ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
9/11
রামলালার বিগ্রহের মুকুটে আছে হিরে, চুনি, পান্না। মুকুটের ঠিক মাঝখানে রয়েছে সূর্য। মুকুটের সঙ্গে মানানসই কর্ণালঙ্কার। গলায় অর্ধচন্দ্রাকৃতি কণ্ঠে ফুলের নক্সা এবং মধ্যবর্তী স্থানে সূর্য।
রামলালার বিগ্রহের মুকুটে আছে হিরে, চুনি, পান্না। মুকুটের ঠিক মাঝখানে রয়েছে সূর্য। মুকুটের সঙ্গে মানানসই কর্ণালঙ্কার। গলায় অর্ধচন্দ্রাকৃতি কণ্ঠে ফুলের নক্সা এবং মধ্যবর্তী স্থানে সূর্য।
advertisement
10/11
বিগ্রহের বৈজয়ন্তী বা বিজয়মাল্যে খোদিত হিরে, পান্না। অলঙ্কারে আছে কৌস্তভ মণিও। হাতের আঙটিতে বসানো মুক্তো। বাঁ হাতে সোনার ধনুকে মুক্তো, চুনি, পান্না। ডান হাতে সোনার তির।
বিগ্রহের বৈজয়ন্তী বা বিজয়মাল্যে খোদিত হিরে, পান্না। অলঙ্কারে আছে কৌস্তভ মণিও। হাতের আঙটিতে বসানো মুক্তো। বাঁ হাতে সোনার ধনুকে মুক্তো, চুনি, পান্না। ডান হাতে সোনার তির।
advertisement
11/11
বিগ্রহের তিলক হিরে এবং চুনিখচিত। পায়ের অলঙ্কারেও বসানো হয়েছে চুনি। পাঁচ বছরের শিশুর আধারে মূর্তি বলে রামলালার সামনে ছিল রুপোর তৈরি বাচ্চাদের খেলনা।
বিগ্রহের তিলক হিরে এবং চুনিখচিত। পায়ের অলঙ্কারেও বসানো হয়েছে চুনি। পাঁচ বছরের শিশুর আধারে মূর্তি বলে রামলালার সামনে ছিল রুপোর তৈরি বাচ্চাদের খেলনা।
advertisement
advertisement
advertisement