Rail worker died: ট্রেনে মর্মান্তিক দুর্ঘটনা! এক্সপ্রেসের ইঞ্জিন এবং কামরার মাঝে পিষে ছটফট করতে করতে মৃত্যু রেলকর্মীর

Last Updated:
Train accident death: ট্রেনে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার রেলকর্মী। শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ের কাছে।
1/5
ট্রেনে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার রেলকর্মী। শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ের কাছে। প্রতীকী ছবি।
ট্রেনে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার রেলকর্মী। শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ের কাছে। প্রতীকী ছবি।
advertisement
2/5
জানা গিয়েছে, বেগুসরাইয়ের বারাউনি জংশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ওই ব্যক্তি সকালে কাপলিং খোলার কাজ করছিলেন। প্রতীকী ছবি।
জানা গিয়েছে, বেগুসরাইয়ের বারাউনি জংশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ওই ব্যক্তি সকালে কাপলিং খোলার কাজ করছিলেন। প্রতীকী ছবি।
advertisement
3/5
মৃত রেলকর্মীর নাম অমর কুমার রাউত, বয়স ৩৫, তিনি ভারতীয় রেলে শান্টিং ম্যান হিসাবে কাজ করেন। শনিবার সকালে বারাউনি লখনউ এক্সপ্রেসের কাপলিং খুনে ইঞ্জিনটিকে বগির থেকে আলাদা করছিলেন ওই রেলকর্মী। (Image: X)
মৃত রেলকর্মীর নাম অমর কুমার রাউত, বয়স ৩৫, তিনি ভারতীয় রেলে শান্টিং ম্যান হিসাবে কাজ করেন। শনিবার সকালে বারাউনি লখনউ এক্সপ্রেসের কাপলিং খুনে ইঞ্জিনটিকে বগির থেকে আলাদা করছিলেন ওই রেলকর্মী। (Image: X)
advertisement
4/5
সেই সময়েই ইঞ্জিন এবং বগির দুটি বাফারের মাঝে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে চিঁড়েচ্যাপ্টা হয়ে যান। এই ঘটনার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতীকী ছবি।
সেই সময়েই ইঞ্জিন এবং বগির দুটি বাফারের মাঝে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে চিঁড়েচ্যাপ্টা হয়ে যান। এই ঘটনার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতীকী ছবি।
advertisement
5/5
দু’ঘণ্টা পরে সেখান থেকে দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত করা হবে। মৃত ব্যক্তি বাবার মৃত্যুর পরে সেই চাকরি পেয়ে ২০২১ সালে রেলে যোগ দেন বলে জানা গিয়েছে। প্রতীকী ছবি।
দু’ঘণ্টা পরে সেখান থেকে দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত করা হবে। মৃত ব্যক্তি বাবার মৃত্যুর পরে সেই চাকরি পেয়ে ২০২১ সালে রেলে যোগ দেন বলে জানা গিয়েছে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement