Rahul Gandhi: ১৪২,০০,০০,০০০ টাকা! সনিয়া আর রাহুলের বিরুদ্ধে এ কী অভিযোগ! তোলপাড় পড়ে গেল আদালতে! কে আনল অভিযোগ?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi: তদন্তকারী সংস্থার দাবি, ওই মামলায় সনিয়া ও রাহুল দু’জনে ১৪২ কোটি টাকার অবৈধ আর্থ লাভ করেছেন, যা ‘প্রোসিডস অফ ক্রাইম’ বা অপরাধলব্ধ সম্পত্তির মধ্যে পড়ে।
advertisement
advertisement
বুধবার আদালতে ইডির পক্ষ থেকে সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, সনিয়া গান্ধি ও রাহুল গান্ধি ন্যাশনাল হেরাল্ড দুর্নীতির মাধ্যমে ১৪২ কোটি টাকা পেয়েছিলেন। ২০২৩ সালে জাতীয় হেরাল্ডের সঙ্গে সম্পর্কিত ৭৫১.৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তার আগে পর্যন্ত এই বিরাট পরিমাণ অর্থ ব্যক্তিস্বার্থে ব্যবহার করছিলেন তাঁরা।
advertisement
advertisement
advertisement
advertisement
তবে, এই শেয়ার স্থানান্তর প্রক্রিয়া ছিল অনেকটাই বিতর্কিত, কারণ এটি জাতীয় কোম্পানি আইন ট্রিবিউট (NCLT) বা অন্য কোনও নিয়ন্ত্রক সংস্থার নজরদারির বাইরে ছিল। এই প্রক্রিয়ায়, YIL AJL-এর ৯৯ শতাংশ শেয়ার অর্জন করে। AJL-এর ঋণ কংগ্রেস দল থেকে ৫০ লক্ষ টাকায় ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের কাছে স্থানান্তরিত হয়, যা অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। এবার সনিয়া ও রাহুলকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ আনল ইডি।