মঙ্গলবার একেবারে অন্যমুডে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে৷ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে থেকে নিজেকে সরিয়ে রেখে এদিন হাল্কা মুডে দিল্লির মতিয়া মহল ও পুরনো দিল্লির বাঙালি মার্কেটে ফুচকা আর চাটের স্বাদ নিলেন তিনি৷
2/ 8
কর্নাটকের বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ প্রচার সারার পর সদ্যই দিল্লি ফিরেছেন রাহুল৷ রমজান মাসের মধ্যে সেই অবসরেই তিনি হাজির হয়েছিলেন চাঁদনি চক এলাকায়৷
3/ 8
রাহুলের পরণে ছিল একটি ব্লু-টিশার্ট৷ তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরাও ঘিরে ছিলেন তাঁকে৷
4/ 8
তিনি মতিয়া মহলের বিখ্যাত শরবত বিক্রেতার দোকানেও এদিন হাজির হয়েছিলেন৷ এ ছাড়াও তিনি স্বাদ গ্রহণ করেছিলেন ওই মার্কেটের বেশ কিছু স্ট্রিট ফুডের দোকানের৷
5/ 8
এর পর তিনি বেশ কিছু ফলও খান৷ তার পর সটান চলে যান বাঙালি মার্কেটের নাথু সুইটসে৷ সেখানে ফুচকার স্বাদ গ্রহণ করে তিনি৷
6/ 8
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ছবিতে দেখা গিয়েছে, ভিড়ে ঠাসা মার্কেটে কার্যত জনপ্লাবনে ভাসছিলেন রাহুল৷ কংগ্রেস নেতাকে দেখে উচ্ছ্বসিত জনতা ভিড় করেছিল৷
7/ 8
তিনি সেই সাধারণ মানুষের সঙ্গেও কথাও বলেন৷ আর কথা বলার পরেই সরাসরি চলে যান ফুচকা খেতে৷
8/ 8
ওল্ড দিল্লির সংকীর্ণ রাস্তায় তাঁকে দেখে উচ্ছ্বসিত জনতা আবেগে ফেটে পড়ে৷ স্লোগানও ওঠে রাহুল গান্ধির নামে৷ তবে এ নতুন নয়, এর আগেও দিল্লির একাধিক স্ট্রিট ফুডের মার্কেটে তাঁকে দেখা গিয়েছে৷
Rahul Gandhi: রাজনীতির অবসরে ফুচকা-চাট! দিল্লিতে অন্য মুডে ধরা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি
মঙ্গলবার একেবারে অন্যমুডে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে৷ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে থেকে নিজেকে সরিয়ে রেখে এদিন হাল্কা মুডে দিল্লির মতিয়া মহল ও পুরনো দিল্লির বাঙালি মার্কেটে ফুচকা আর চাটের স্বাদ নিলেন তিনি৷
Rahul Gandhi: রাজনীতির অবসরে ফুচকা-চাট! দিল্লিতে অন্য মুডে ধরা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি
কর্নাটকের বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ প্রচার সারার পর সদ্যই দিল্লি ফিরেছেন রাহুল৷ রমজান মাসের মধ্যে সেই অবসরেই তিনি হাজির হয়েছিলেন চাঁদনি চক এলাকায়৷
Rahul Gandhi: রাজনীতির অবসরে ফুচকা-চাট! দিল্লিতে অন্য মুডে ধরা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ছবিতে দেখা গিয়েছে, ভিড়ে ঠাসা মার্কেটে কার্যত জনপ্লাবনে ভাসছিলেন রাহুল৷ কংগ্রেস নেতাকে দেখে উচ্ছ্বসিত জনতা ভিড় করেছিল৷
Rahul Gandhi: রাজনীতির অবসরে ফুচকা-চাট! দিল্লিতে অন্য মুডে ধরা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি
ওল্ড দিল্লির সংকীর্ণ রাস্তায় তাঁকে দেখে উচ্ছ্বসিত জনতা আবেগে ফেটে পড়ে৷ স্লোগানও ওঠে রাহুল গান্ধির নামে৷ তবে এ নতুন নয়, এর আগেও দিল্লির একাধিক স্ট্রিট ফুডের মার্কেটে তাঁকে দেখা গিয়েছে৷