এবার এই নেশা নিষিদ্ধ করল রাজ্য সরকার

Last Updated:
1/6
নেশা , দুটি অক্ষরের এই শব্দে মানুষ মজে ৷ বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের নেশা ৷ এখন আবার নেশা শুধু লুকিয়ে করার জিনিস নয় ৷ বুক ফুলিয়ে প্রকাশ্যেই নেশার আনন্দে মাতেন সকলে ৷ হুক্কা বার এখন নয়া নেশার ঠিকানা ৷ Photo -Youtube Grab
নেশা , দুটি অক্ষরের এই শব্দে মানুষ মজে ৷ বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের নেশা ৷ এখন আবার নেশা শুধু লুকিয়ে করার জিনিস নয় ৷ বুক ফুলিয়ে প্রকাশ্যেই নেশার আনন্দে মাতেন সকলে ৷ হুক্কা বার এখন নয়া নেশার ঠিকানা ৷ Photo -Youtube Grab
advertisement
2/6
বিভিন্ন শহরেই এখন হুক্কাবার পাওয়া যায় ৷ হুক্কাবারগুলিতে মানুষ  'hookah' থেকে sheesha'  ব্যবহার করে ৷ আর এর জন্য একই হুক্কা থেকে অনেকে একসঙ্গে এই নেশা করে থাকে ৷ Photo - Representive
বিভিন্ন শহরেই এখন হুক্কাবার পাওয়া যায় ৷ হুক্কাবারগুলিতে মানুষ 'hookah' থেকে sheesha' ব্যবহার করে ৷ আর এর জন্য একই হুক্কা থেকে অনেকে একসঙ্গে এই নেশা করে থাকে ৷ Photo - Representive
advertisement
3/6
হুক্কায় একটা লম্বা নল থাকে সেখান থেকেই ধূমপান চলে ৷ ধোঁয়াটা একটি জলের পাত্রের মধ্যে দিয়ে পাস হয়, যেখানে বিষয়টি ঠান্ডা হয় ৷ বিভিন্ন বারে এই হুক্কার মধ্যে দিয়ে ড্রাগ সেবনও চলে ৷ Photo - Representive
হুক্কায় একটা লম্বা নল থাকে সেখান থেকেই ধূমপান চলে ৷ ধোঁয়াটা একটি জলের পাত্রের মধ্যে দিয়ে পাস হয়, যেখানে বিষয়টি ঠান্ডা হয় ৷ বিভিন্ন বারে এই হুক্কার মধ্যে দিয়ে ড্রাগ সেবনও চলে ৷ Photo - Representive
advertisement
4/6
এক একটি হু্ক্কায় ২০০ টি করে পাফ থাকে যার থেকে ৫০ লিটারের ধোঁওয়া তৈরি হতে পারে ৷ যাতে ক্ষতিকারক কারসিনোজেনিক কেমিক্যাল থাকতে পারে ৷ শুধু টক্সিক কেমিক্যালই নয় ৷ এই হুক্কা যেহেতু অনেকে ব্যবহার করে ফলে বিভিন্ন ছোঁয়াচে রোগ যেমন যক্ষ্মা অবধি হতে পারে ৷ Photo - Representive
এক একটি হু্ক্কায় ২০০ টি করে পাফ থাকে যার থেকে ৫০ লিটারের ধোঁওয়া তৈরি হতে পারে ৷ যাতে ক্ষতিকারক কারসিনোজেনিক কেমিক্যাল থাকতে পারে ৷ শুধু টক্সিক কেমিক্যালই নয় ৷ এই হুক্কা যেহেতু অনেকে ব্যবহার করে ফলে বিভিন্ন ছোঁয়াচে রোগ যেমন যক্ষ্মা অবধি হতে পারে ৷ Photo - Representive
advertisement
5/6
তামাকজাত দ্রব্যের বিক্রি ও পণ্য রুখতে বিভিন্ন কড়া পদক্ষেপ নিয়েছে বিভিন্ন রাজ্য সরকার ৷ ইতিমধ্যেই মহারাষ্ট্র ও গুজরাতে নিষিদ্ধা তামাক সেবন ৷  Photo - Representive
তামাকজাত দ্রব্যের বিক্রি ও পণ্য রুখতে বিভিন্ন কড়া পদক্ষেপ নিয়েছে বিভিন্ন রাজ্য সরকার ৷ ইতিমধ্যেই মহারাষ্ট্র ও গুজরাতে নিষিদ্ধা তামাক সেবন ৷ Photo - Representive
advertisement
6/6
হুক্কা বার নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্র ৷ পাঞ্জাবে এবার নিষিদ্ধ হুক্কাবার ৷ Photo - Representive
হুক্কা বার নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্র ৷ পাঞ্জাবে এবার নিষিদ্ধ হুক্কাবার ৷ Photo - Representive
advertisement
advertisement
advertisement