Bhagwant Mann Wedding Photos: বিয়ের পিঁড়িতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী, দেখুন অনুষ্ঠানের অন্দরের ছবি

Last Updated:
বৃহস্পতিবার পেশায় চিকিৎসক গুরপ্রীত কওরের সঙ্গে বিয়ে করলেন তিনি। দেখুন বিয়ের অন্দরমহলের ছবি। (Bhagwant Mann Wedding Photos)
1/6
ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বৃহস্পতিবার পেশায় চিকিৎসক গুরপ্রীত কওরের সঙ্গে বিয়ে করলেন তিনি। দেখুন বিয়ের অন্দরমহলের ছবি। (Bhagwant Mann Wedding Photos)
ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বৃহস্পতিবার পেশায় চিকিৎসক গুরপ্রীত কওরের সঙ্গে বিয়ে করলেন তিনি। দেখুন বিয়ের অন্দরমহলের ছবি। (Bhagwant Mann Wedding Photos)
advertisement
2/6
বিয়ে করতে এলেন ভগবন্ত মান।
বিয়ে করতে এলেন ভগবন্ত মান।
advertisement
3/6
ট্যুইটারে এই ছবি পোস্ট করেছিলেন গুরপ্রীত কওর। মুখ্যমন্ত্রী পরেছেন সোনালি রঙের শেরওয়ানি।
ট্যুইটারে এই ছবি পোস্ট করেছিলেন গুরপ্রীত কওর। মুখ্যমন্ত্রী পরেছেন সোনালি রঙের শেরওয়ানি।
advertisement
4/6
গুরপ্রীত কওর ছবি শেয়ার করে লিখেছেন, বিয়ের দিন চলে এল। আম আদমি পার্টির নেতারা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
গুরপ্রীত কওর ছবি শেয়ার করে লিখেছেন, বিয়ের দিন চলে এল। আম আদমি পার্টির নেতারা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
5/6
ভগবন্ত মানের পরিবারের সদস্য, মা, বোন ও কয়েকজন অতিথি রয়েছেন বিয়েতে। শিখ রীতি মেনে বিয়ে করেছেন তাঁরা।
ভগবন্ত মানের পরিবারের সদস্য, মা, বোন ও কয়েকজন অতিথি রয়েছেন বিয়েতে। শিখ রীতি মেনে বিয়ে করেছেন তাঁরা।
advertisement
6/6
অতিথি তালিকায় রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সপরিবার তিনি থাকবেন সেখানে। ২০১৮ সালে হরিয়ানা থেকে ডাক্তারি পাশ করেছেন গুরপ্রীত কওর। তাঁর দুই দিদি রয়েছেন বিদেশে স্থিত।
অতিথি তালিকায় রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সপরিবার তিনি থাকবেন সেখানে। ২০১৮ সালে হরিয়ানা থেকে ডাক্তারি পাশ করেছেন গুরপ্রীত কওর। তাঁর দুই দিদি রয়েছেন বিদেশে স্থিত।
advertisement
advertisement
advertisement