Narendra Modi | The Elephant Whisperers: নিজের হাতে হাতিকে খাওয়ালেন আখ! অস্কার ছুঁয়ে আসা দম্পতির সঙ্গেও মুখোমুখি দেখা মোদির

Last Updated:
The Elephant Whisperers এই সেই ডকুমেন্টারি যা এবারের 95th Academy Aw ards-এর মঞ্চ থেকে সেরা ডকুমেন্টারি ফিল্মের জন্য অস্কার পুরস্কার ছিনিয়ে এনেছে৷ তথ্যচিত্রটি হাতির দুই তত্ত্বাবধায়ক - বোম্যান এবং বেলি -কে ঘিরে আবর্তিত হয়েছে। তাঁদের সঙ্গে হাতিদের সম্পর্কের উদযাপনকে ফ্রেমবন্দি করেছে এই তথ্যচিত্র৷ এই তথ্যচিত্রে প্রকৃতি সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণের তাৎপর্য, উপজাতিদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ বিষয় দৃশ্যায়িত হয়েছে।
1/7
মুদুমালাই টাইগার রিজার্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অস্কার বজয়ী ডকুমেন্টারি, দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স -এর দুই চরিত্র বোম্যান এবং বেলি-এর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করেন। টাইগার প্রজেক্টের ৫০ বছর পূর্তি উপলক্ষে এদিন  বান্দিপুর টাইগার রিজার্ভে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তারপরে সেখান থেকে যান বোম্যান ও বেলির সঙ্গে দেখা করতে৷
মুদুমালাই টাইগার রিজার্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অস্কার বজয়ী ডকুমেন্টারি, দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স -এর দুই চরিত্র বোম্যান এবং বেলি-এর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করেন। টাইগার প্রজেক্টের ৫০ বছর পূর্তি উপলক্ষে এদিন বান্দিপুর টাইগার রিজার্ভে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তারপরে সেখান থেকে যান বোম্যান ও বেলির সঙ্গে দেখা করতে৷
advertisement
2/7
এদিনের থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পের কয়েকটি ছবি ট্যুইটে করে লেখেন, "বোম্যান এবং বেলির সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত হয়েছি। বোম্মি এবং রঘুর সঙ্গেও দেখা হয়েছে৷ " অস্কার পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্রে এই দম্পতির সঙ্গে এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী।
এদিনের থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পের কয়েকটি ছবি ট্যুইটে করে লেখেন, "বোম্যান এবং বেলির সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত হয়েছি। বোম্মি এবং রঘুর সঙ্গেও দেখা হয়েছে৷ " অস্কার পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্রে এই দম্পতির সঙ্গে এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী।
advertisement
3/7
এদিন থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে হাতিদের নিজের হাতে খাইয়েওছেন মোদি৷
এদিন থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে হাতিদের নিজের হাতে খাইয়েওছেন মোদি৷
advertisement
4/7
সংবাদ সংস্থা এএনআই-এর একটি ভিডিওতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদি একটি হাতিকে আখ খাওয়াচ্ছেন। এই সময়, প্রধানমন্ত্রী মোদির পাশেই দাঁড়িয়েছিলেন বোম্যান এবং বেলি। এছাড়াও, এদিন প্রধানমন্ত্রী বাঘ সংরক্ষণের কর্মীদের সঙ্গেও দেখা করেন এবং কথা বলেন৷
সংবাদ সংস্থা এএনআই-এর একটি ভিডিওতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদি একটি হাতিকে আখ খাওয়াচ্ছেন। এই সময়, প্রধানমন্ত্রী মোদির পাশেই দাঁড়িয়েছিলেন বোম্যান এবং বেলি। এছাড়াও, এদিন প্রধানমন্ত্রী বাঘ সংরক্ষণের কর্মীদের সঙ্গেও দেখা করেন এবং কথা বলেন৷
advertisement
5/7
ইতিমধ্যে, ডকুমেন্টারি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের পরিচালক কার্তিকি গনসালভেস এবং প্রযোজক গুনীত মঙ্গা গত মাসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গিয়ে দেখা করে এসেছিলেন।
ইতিমধ্যে, ডকুমেন্টারি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের পরিচালক কার্তিকি গনসালভেস এবং প্রযোজক গুনীত মঙ্গা গত মাসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গিয়ে দেখা করে এসেছিলেন।
advertisement
6/7
ইতিমধ্যে, ডকুমেন্টারি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের পরিচালক কার্তিকি গনসালভেস এবং প্রযোজক গুনীত মঙ্গা গত মাসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গিয়ে দেখা করে এসেছিলেন।
ইতিমধ্যে, ডকুমেন্টারি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের পরিচালক কার্তিকি গনসালভেস এবং প্রযোজক গুনীত মঙ্গা গত মাসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গিয়ে দেখা করে এসেছিলেন।
advertisement
7/7
The Elephant Whisperers এই সেই ডকুমেন্টারি যা এবারের 95th Academy Aw ards-এর মঞ্চ থেকে সেরা ডকুমেন্টারি ফিল্মের জন্য অস্কার পুরস্কার ছিনিয়ে এনেছে৷ তথ্যচিত্রটি হাতির দুই তত্ত্বাবধায়ক - বোম্যান এবং বেলি -কে ঘিরে আবর্তিত হয়েছে। তাঁদের সঙ্গে হাতিদের সম্পর্কের উদযাপনকে ফ্রেমবন্দি করেছে এই তথ্যচিত্র৷ এই তথ্যচিত্রে প্রকৃতি সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণের তাৎপর্য, উপজাতিদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ বিষয়কে দৃশ্যায়িত হয়েছে।
The Elephant Whisperers এই সেই ডকুমেন্টারি যা এবারের 95th Academy Aw ards-এর মঞ্চ থেকে সেরা ডকুমেন্টারি ফিল্মের জন্য অস্কার পুরস্কার ছিনিয়ে এনেছে৷ তথ্যচিত্রটি হাতির দুই তত্ত্বাবধায়ক - বোম্যান এবং বেলি -কে ঘিরে আবর্তিত হয়েছে। তাঁদের সঙ্গে হাতিদের সম্পর্কের উদযাপনকে ফ্রেমবন্দি করেছে এই তথ্যচিত্র৷ এই তথ্যচিত্রে প্রকৃতি সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণের তাৎপর্য, উপজাতিদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ বিষয়কে দৃশ্যায়িত হয়েছে।
advertisement
advertisement
advertisement