Narendra Modi at New Parliament Building Construction Site: আঁচ পায়নি কেউ, হঠাৎই নতুন সংসদ ভবনের নির্মাণকাজ পরিদর্শনে হাজির প্রধানমন্ত্রী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রী যে নতুন সংসদ ভবনের নির্মাণস্থলে আসবেন, তার আগাম কোনও আঁচই পাওয়া যায়নি৷
রবিবার সন্ধ্যায় হঠাৎই নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ দেখতে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে৷ নির্মাণস্থলে হাজির হয়ে কাজ খতিয়ে দেখার পাশাপাশি ইঞ্জিনিয়ার, নির্মাণ কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী৷
advertisement
রবিবার সন্ধ্যায় হঠাৎই নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ দেখতে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে৷ নির্মাণস্থলে হাজির হয়ে কাজ খতিয়ে দেখার পাশাপাশি ইঞ্জিনিয়ার, নির্মাণ কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী৷
advertisement
হঠাৎ নির্মাণ কাজ পরিদর্শনে এসে কাজের প্রকৃত অগ্রগতি দেখতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী৷ হেলমেট পরেই নির্মীয়মাণ সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি৷
advertisement
প্রায় এক ঘণ্টা নির্মাণস্থলে ছিলেন নরেন্দ্র মোদি৷ নির্মাণকাজের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার, আধিকারিক, কর্মীদের থেকে প্রকল্পের খুঁটিনাটি জেনে নেন তিনি৷
advertisement
আনুমানিক ৯৭০ কোটি টাকা ব্যয় নতুন সংসদ ভবন গড়ে তোলা হচ্ছে৷ ২০২২ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা৷
advertisement
গত বছর ডিসেম্বর মাসে নতুন সংসদ ভবন নির্মাণের শিলন্যাস করেছিলেন প্রধানমন্ত্রী৷ সেই অনুষ্ঠানে তিনি দাবি করেছিলেন, নতুন এই সংসদ ভবন অতীত এবং বর্তমানের মেলবন্ধন ঘটাবে৷
advertisement
সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নতুন সংসদ ভবন তৈরি করা ছাড়াও প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নতুন বাসভবনও নির্মাণ করার কথা৷ এ ছাড়াও এই প্রকল্পের অধীনে একাধিক নতুন অফিস ভবন এবং বিভিন্ন মন্ত্রকের অফিসও তৈরি হওয়ার কথা৷
advertisement
কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, ২০২২ সালে সংসদের শীতকালীন অধিবেশন নতুন এই সংসদ ভবনেই বসবে৷ নতুন সংসদ ভবনে মোট ৬৪ হাজার বর্গ মিটার জায়গা থাকবে৷
advertisement
ভারতীয় গণতন্ত্রের ঐতিহ্য তুলে ধরার জন্য নতুন সংসদ ভবনে একটি রাজকীয় কনস্টিটিউশন হল থাকছে৷ এর পাশাপাশি গ্রন্থাগার, বিভিন্ন কমিটির ঘর, খাওয়ার জায়গা এবং গাড়ি পার্কিংয়ের জন্যও বিশাল এলাকা থাকছে৷
advertisement