♦ সূত্রের খবর, বর্তমানে অভিযুক্ত ওই ব্যক্তি চন্দ্রপুর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত নাগবিড় তালুকের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। নাগবিড় থানার পুলিশ জানিয়েছেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, গত পাঁচ বছর ধরে তিনি তার ক্লাস ১২-এ পড়া ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করছেন। আর গত বছর থেকে তার ১৪ বছর বয়সী মেয়েটির উপরেও যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ।
♦ শুধু তাই নয়, মেয়েরা যাতে এই খবর পাঁচ কান না করে সেই বিষয়ে যথেষ্ট ভয়ও দেখানো হয় ওই দুই নাবালিকাকে। দিনের পর দিন বাবার অত্যাচার সহ্য করতে না পেরে নিজের এক কাকাকে বিশ্বাস করে তাঁদের উপর হয়ে চলা মারাত্মক নির্যাতনের কাহিনী খুলে বলে। আর এরপরই তাদের কাকা পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ জানায়। এরপরই গোটা বিষয়টি প্রকাশ্য়ে আসে।