দিল্লির আবহাওয়ার খানিকটা উন্নতি, তবুও মাস্ক পরেই রাজধানীর রাস্তায় চলছে যাতায়াত
Last Updated:
গত কয়েকদিনের তুলনায় আবহাওয়ার বদল হয়েছে মঙ্গলবার। কিছুটা পরিষ্কার রাজধানীর আকাশ।
advertisement
advertisement
advertisement
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী সূচক ০ থেকে ৫০ পর্যন্ত থাকলে ভালো ধরা হয়। অন্য দিকে সূচক ৫১-১০০ পর্যন্ত থাকলে বায়ুর পরিস্থিতি সাধারণ ধরা হয়। ১০১-২০০ মধ্যে সূচক থাকলে, ইঙ্গিত করে বায়ু ক্রমেই দূষণের দিকে যাচ্ছে। ৩০১-৪০০ মধ্যে সূচক থাকলে বায়ুর দূষণের পরিস্থিতি অত্যন্ত খারাপ বলে চিহ্নিত করা হয়। বায়ুর দূষণের সূচর ৪০১-৫০০ এর মধ্যে থাকলে পরিস্থিতি গুরুতর নির্দেশ করে। তবে সূচক ৫০০ ওপর চলে গেলে জরুরি অবস্থা ধরা হয় বলে জানা গিয়েছে। (Image: ANI)
advertisement
advertisement