Police news: রাতে হঠাৎ ফাঁড়িতে এসে দারোগার নাম জানতে চাইলেন ডিএসপি! বলতেই সর্বনাশ, থ সব পুলিশকর্মীরা

Last Updated:
Police news: একজনের অপেক্ষায় থানায় বসে ছিলেন সাব-ইন্সপেক্টর দীপচাঁদ। রাতে হঠাৎ এলেন ডিএসপি, নাম জিজ্ঞেস করতেই গ্রেফতার! থ হয়ে গেলেন অন্যান্য পুলিশকর্মীরা।
1/6
দুর্নীতি দমনে সাফল্য। বরেলিতে ৫০,০০০ টাকা ঘুষ নেওয়ার সময় ধরা পড়লেন এক সাব-ইন্সপেক্টর। দুই ভাইয়ের মামলায় জেলে পাঠানোর নামে ঘুষ আদায় করছিলেন অভিযুক্ত সাব-ইন্সপেক্টর। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশকর্মী দীপচাঁদকে কারাগারে পাঠিয়েছে দুর্নীতি দমনকারী দল।
দুর্নীতি দমনে সাফল্য। বরেলিতে ৫০,০০০ টাকা ঘুষ নেওয়ার সময় ধরা পড়লেন এক সাব-ইন্সপেক্টর। দুই ভাইয়ের মামলায় জেলে পাঠানোর নামে ঘুষ আদায় করছিলেন অভিযুক্ত সাব-ইন্সপেক্টর। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশকর্মী দীপচাঁদকে কারাগারে পাঠিয়েছে দুর্নীতি দমনকারী দল।
advertisement
2/6
ঘটনাটি বেরেলি জেলার বাহেড়ি থানা এলাকার। উত্তরাখণ্ড রাজ্যের কিচ্ছা শহরের বাসিন্দা জিশান ও দানিশ নামে দুই ভাইয়ের মধ্যে মামলা চলছে। এ ঘটনায় দুজনেই বাহেড়ি থানায় একে অপরের বিরুদ্ধে মামলা করেন। উভয়ের মামলাই তদন্তভার পান সাব-ইন্সপেক্টর দীপচাঁদ।
ঘটনাটি বেরেলি জেলার বাহেড়ি থানা এলাকার। উত্তরাখণ্ড রাজ্যের কিচ্ছা শহরের বাসিন্দা জিশান ও দানিশ নামে দুই ভাইয়ের মধ্যে মামলা চলছে। এ ঘটনায় দুজনেই বাহেড়ি থানায় একে অপরের বিরুদ্ধে মামলা করেন। উভয়ের মামলাই তদন্তভার পান সাব-ইন্সপেক্টর দীপচাঁদ।
advertisement
3/6
দীপচাঁদ বাহেড়ি থানার ভুধিয়া ফাঁড়ির ইনচার্জ। দীপচাঁদ সুযোগ বুঝে জিশানকে জেলে পাঠানোর হুমকি দেন। তিনি ভয় পেয়ে গেলে ইন্সপেক্টর দীপচাঁদ ৫০ হাজার টাকা ঘুষ চেয়ে তাকে ২ ঘণ্টা সময় দেন। বলেন, “২৪ ঘণ্টার মধ্যে টাকা না আনলে জেলে পাঠাব। ভয় পেয়ে জিশান বরেলির দুর্নীতি দমনকারী দলের ডেপুটি এসপি যশপাল সিংয়ের সঙ্গে যোগাযোগ করেন।
দীপচাঁদ বাহেড়ি থানার ভুধিয়া ফাঁড়ির ইনচার্জ। দীপচাঁদ সুযোগ বুঝে জিশানকে জেলে পাঠানোর হুমকি দেন। তিনি ভয় পেয়ে গেলে ইন্সপেক্টর দীপচাঁদ ৫০ হাজার টাকা ঘুষ চেয়ে তাকে ২ ঘণ্টা সময় দেন। বলেন, “২৪ ঘণ্টার মধ্যে টাকা না আনলে জেলে পাঠাব। ভয় পেয়ে জিশান বরেলির দুর্নীতি দমনকারী দলের ডেপুটি এসপি যশপাল সিংয়ের সঙ্গে যোগাযোগ করেন।
advertisement
4/6
যশপাল সিং সঙ্গে সঙ্গে সাব-ইন্সপেক্টর দীপচাঁদকে গ্রেফতার করার পরিকল্পনা করেন। মঙ্গলবার রাতে ডিএসপি অ্যান্টি করাপশন যশপাল সিং, সাব ইন্সপেক্টর দীপচাঁদকে পুলিশ পোস্টের ভিতরে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করেন।
যশপাল সিং সঙ্গে সঙ্গে সাব-ইন্সপেক্টর দীপচাঁদকে গ্রেফতার করার পরিকল্পনা করেন। মঙ্গলবার রাতে ডিএসপি অ্যান্টি করাপশন যশপাল সিং, সাব ইন্সপেক্টর দীপচাঁদকে পুলিশ পোস্টের ভিতরে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করেন।
advertisement
5/6
দুর্নীতি দমন টিম অভিযোগকারী জিশানকে বিশেষ রাসায়নিক মেশানো ৫০,০০০ টাকার নোট দিয়ে ঘুষ দিতে পাঠান। পুলিশকর্মী দীপচাঁদ টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে দুর্নীতি দমনকারী দল তাঁকে হাতেনাতে ধরে ফেলে।
দুর্নীতি দমন টিম অভিযোগকারী জিশানকে বিশেষ রাসায়নিক মেশানো ৫০,০০০ টাকার নোট দিয়ে ঘুষ দিতে পাঠান। পুলিশকর্মী দীপচাঁদ টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে দুর্নীতি দমনকারী দল তাঁকে হাতেনাতে ধরে ফেলে।
advertisement
6/6
অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে গ্রেফতারের সঙ্গে সঙ্গেই পরিদর্শকের কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ 3,000 টাকা এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সাব-ইন্সপেক্টর হাত ধোয়ার সঙ্গে সঙ্গেই কেমিক্যাল রঙ বদল করে হাত থেকে বেরোতে শুরু করে। আর তাতেই প্রমাণ-সহ ধরা পড়লেন পুলিশ-কর্মী।
অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে গ্রেফতারের সঙ্গে সঙ্গেই পরিদর্শকের কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ 3,000 টাকা এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সাব-ইন্সপেক্টর হাত ধোয়ার সঙ্গে সঙ্গেই কেমিক্যাল রঙ বদল করে হাত থেকে বেরোতে শুরু করে। আর তাতেই প্রমাণ-সহ ধরা পড়লেন পুলিশ-কর্মী।
advertisement
advertisement
advertisement