Snake Bite Death: ভাই-বোন দুজনকেই বিষধর সাপের কামড়! মর্মান্তিক ঘটনা, বাবা-মায়ের ছোট্ট ভুলে দু'টো জীবন অকালে শেষ

Last Updated:
Snake Bite Death- সোমবার রাতে উমেরকোট থানার অন্তর্গত রাজপুর গ্রামে একই পরিবারের দুই শিশুকে সাপে কামড়ায়৷ পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিল শিশু রিতুরাজ হরিজন (৯ মাস) এবং তার দিদি অমিতা হরিজন (১১)। রাত ১১টা নাগাদ একটি বিষধর সাপ তাদের কামড়ায় বলে খবর।
1/6
ভাই-বোন, দুজনকে একসঙ্গে কামড়াল সাপ। আর ছেলে-মেয়ের বাবা-মা যে কাণ্ডটা করলেন, তাতে প্রাণ চলে গেল তাঁদের দুই সন্তানের। এমনই এক হাড়হিম ঘটনা ঘটে গেল নওরংপুরে।
ভাই-বোন, দুজনকে একসঙ্গে কামড়াল সাপ। আর ছেলে-মেয়ের বাবা-মা যে কাণ্ডটা করলেন, তাতে প্রাণ চলে গেল তাঁদের দুই সন্তানের। এমনই এক হাড়হিম ঘটনা ঘটে গেল নওরংপুরে।
advertisement
2/6
ওড়িশায় নওরংপুরে ৯ মাসের শিশু ও তার ১১ বছরের দিদিকে সাপ কামড়ায়। আর তার জেরেই দুজনরেই মৃত্যু হয়। প্রাথমিক কারণ হিসেবে জানা গিয়েছে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। উল্টে নিয়ে যাওয়া হয় এক স্থানীয় ওঝার কাছে। সেই গুণিনের কাছে গিয়েই সময় নষ্ট করে ফেলে শিশুর বাবা-মা।
ওড়িশায় নওরংপুরে ৯ মাসের শিশু ও তার ১১ বছরের দিদিকে সাপ কামড়ায়। আর তার জেরেই দুজনরেই মৃত্যু হয়। প্রাথমিক কারণ হিসেবে জানা গিয়েছে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। উল্টে নিয়ে যাওয়া হয় এক স্থানীয় ওঝার কাছে। সেই গুণিনের কাছে গিয়েই সময় নষ্ট করে ফেলে শিশুর বাবা-মা।
advertisement
3/6
জানা গিয়েছে, সোমবার রাতে উমেরকোট থানার অন্তর্গত রাজপুর গ্রামে একই পরিবারের দুই শিশুকে সাপে কামড়ায়৷  পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিল শিশু রিতুরাজ হরিজন (৯ মাস) এবং তার দিদি অমিতা হরিজন (১১)। রাত ১১টা নাগাদ একটি বিষধর সাপ তাদের কামড়ায় বলে খবর।
জানা গিয়েছে, সোমবার রাতে উমেরকোট থানার অন্তর্গত রাজপুর গ্রামে একই পরিবারের দুই শিশুকে সাপে কামড়ায়৷ পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিল শিশু রিতুরাজ হরিজন (৯ মাস) এবং তার দিদি অমিতা হরিজন (১১)। রাত ১১টা নাগাদ একটি বিষধর সাপ তাদের কামড়ায় বলে খবর।
advertisement
4/6
শিশুর বাবা-মা হাসপাতালে না নিয়ে গিয়ে বাচ্চাদের নিয়ে যায় এক ওঝার কাছে। সেই ওঝা দীর্ঘ সময় ধরে ঝাড়ফুঁক করতে শুরু করে। ফলে সেখানেই প্রায় তিন ঘণ্টা সময় নষ্ট হয়ে যায়। এর পর ভোর চারটের দিকে বাচ্চা দুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শিশুর বাবা-মা হাসপাতালে না নিয়ে গিয়ে বাচ্চাদের নিয়ে যায় এক ওঝার কাছে। সেই ওঝা দীর্ঘ সময় ধরে ঝাড়ফুঁক করতে শুরু করে। ফলে সেখানেই প্রায় তিন ঘণ্টা সময় নষ্ট হয়ে যায়। এর পর ভোর চারটের দিকে বাচ্চা দুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
5/6
রিতুরাজ ও অমিতার বাবা কৃষ্ণ হরিজন মেনে নেন, ওঝার কাছে নিয়ে যাওয়া ভুল সিদ্ধান্ত ছিল। বাচ্চা দুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর পর হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাচ্চা দুটিকে মৃত বলে জানান ডাক্তাররা।
রিতুরাজ ও অমিতার বাবা কৃষ্ণ হরিজন মেনে নেন, ওঝার কাছে নিয়ে যাওয়া ভুল সিদ্ধান্ত ছিল। বাচ্চা দুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর পর হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাচ্চা দুটিকে মৃত বলে জানান ডাক্তাররা।
advertisement
6/6
জেলা চিফ মেডিক্যাল অফিসার (CDMO) সন্তোষ কুমার পণ্ডা জানিয়েছেন, সাপ কামড়ানোর পর প্রথম দুঘণ্টা ‘গোল্ডেন পিরিয়ড’ হিসেবে ধরা হয়। সেই সময় অ্যান্টি-ভেনম দিলে রোগীকে বাঁচানো সম্ভব হয়। কিন্তু বাচ্চা দুটির বাবা-মা ওদের ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করে ফেলে।
জেলা চিফ মেডিক্যাল অফিসার (CDMO) সন্তোষ কুমার পণ্ডা জানিয়েছেন, সাপ কামড়ানোর পর প্রথম দুঘণ্টা ‘গোল্ডেন পিরিয়ড’ হিসেবে ধরা হয়। সেই সময় অ্যান্টি-ভেনম দিলে রোগীকে বাঁচানো সম্ভব হয়। কিন্তু বাচ্চা দুটির বাবা-মা ওদের ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করে ফেলে।
advertisement
advertisement
advertisement